হরতাল
২১ এপ্রিল ২০১২বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির' ঘটনা আড়াল করতেই সরকার ইলিয়াস আলীকে ‘গুম' করেছে৷ আর আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হরতালের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে সরকার বসে থাকবে না৷
ইলিয়াস আলীকে সরকারী বাহিনী ‘গুম' করেছে এমন অভিযোগ এনে এবং তাকে ছেড়ে দেয়ার দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে প্রধান বিরোধী দল বিএনপি৷ হরতাল শুরুর আগেই শনিবার দুপুর থেকে বেশ কিছু যানবাহনে আগুন দেয়া হয়৷ এতে একজন জীবন্ত দগ্ধ ও বেশ কয়েকজন আহত হয়েছেন৷ হরতাল শুরুর আগে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ৷
এদিকে হরতালের সমর্থনে আয়োজিত এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির' ঘটনা আড়াল করতেই সরকার ইলিয়াস আলীকে ‘গুম' করেছে৷ তার অভিযোগ বিরোধী মতকে স্তব্ধ করতে দেশে প্রতিনিয়ত গুম-হত্যার ঘটনা ঘটানো হচ্ছে৷ গত তিন বছরে ৯৭ জন রাজনৈতিক কর্মীকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি৷
বিরোধীদলের হরতালের কারণে দেশের সব শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ আন্তঃবোর্ড সমন্বয় কমিটি শনিবার এ সিদ্ধান্ত নেয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷
আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হরতালের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে সরকার বসে থাকবে না৷ তাদের কঠোর হস্তে দমন করার কথাও বলেন তিনি৷
ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার বেনজির আহমেদ শনিবার এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মানুষের স্বাভাবিক চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে চাইতে পুলিশ তা প্রতিহত করবে৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী