বিএনপি এমপি নিখোঁজ
১৯ এপ্রিল ২০১২ইলিয়াস আলী নিখোঁজ হন মঙ্গলবার রাতে৷ তিনি ঢাকায় তার বনানীর বাসা থেকে বের হয়ে আর ফেরেন নি৷ পুলিশ বনানী এলাকা থেকে তার প্রাইভেট কার এবং ড্রাইভারের মোবাইল ফোন উদ্ধার করেছে৷ ইলিয়াস আলীকে ফিরে পেতে তার স্ত্রী তাহমিনা রুশদি লুনা প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পেছনে সরকারের হাত আছে৷
পুলিশ ও ব়্যাব বলছে, তারা ঘটনা জানার পর থেকেই তদন্ত শুরু করছেন৷ পুলিশের উপ কমিশনার লুৎফুল কবীর জানান, তারা তাকে উদ্ধারের চেষ্টা করছেন৷
ইলিয়াস আলী নিঁখোজ হওয়ার ঘটনার পর বুধবার প্রায় সারাদিন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা৷ বৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি৷ শনিবারের মধ্যে ইলিয়াস আলীকে উদ্ধার করা না হলে রোববার থেকে সিলেটে লাগাতার হরতাল পালন করবে বিএনপি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন