1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হস্তান্তর হল অলিম্পিকের মশাল

দেবারতি গুহ২৮ জুলাই ২০০৮

২৮-শে জুলাই চীনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর হিসেবে খ্যাত হোনান প্রদেশের আন ইয়াং শহরে, বেইজিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে৷

https://p.dw.com/p/ElTi
অলিম্পিকের মশাল (ফাইল ফটো)ছবি: AP

সোমবার স্থানীয় সময় সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে বেইজিং অলিম্পিক গেমসের মশাল হোনান প্রদেশের আন ইয়াং শহরে হস্তান্তর হয়৷ তার আগে মশালটি আন ইয়াং-এর প্রায় ৯.২ কিলোমিটার পথ পাড়ি দেয়৷ প্রসঙ্গত, আন ইয়াং শহরই চীনের প্রাচীন অস্থিলিপির উত্‌পত্তিস্থান৷

মোট ২০৮ জন মশাল বাহকের অংশগ্রহণে এই মশাল-যাত্রার দৈর্ঘ্য ছিল প্রায় ৬ কিলোমিটার৷ আন ইয়াং, হো নান প্রদেশে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী মশাল হস্তান্তরের চতুর্থ গন্তব্য৷ অর্থাত্, অলিম্পিক মশালের যাত্রা পথে এই আন ইয়াং শহরটিই হোনান প্রদেশে মশাল হস্তান্তরের সর্বশেষ শহর৷ উল্লেখ্য, ২৯-শে জুলাই এই মশাল হোপাইতে হস্তান্তর করা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান