1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে হাতির আক্রমণ

২৯ ফেব্রুয়ারি ২০১৬

ভারতে হাতির আক্রমণ নতুন কিছু নয়৷ খাদ্যাভাব, বাসস্থানের স্বল্পতা – তা সে যে কারণেই হোক, ভারতের কয়েকটা রাজ্যে গত কয়েকদিনে বেশ ঘন ঘন আক্রমণ করেছে হাতি, ঢুকে পড়েছে জনবহুল এলাকাগুলোতে৷

https://p.dw.com/p/1I4LT
Indien Siliguri Elefant randaliert Randale
ছবি: picture-alliance/dpa/S. Majumder

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকায় ক'দিন আগে ঢুকে পড়ে মস্ত এক হাতি৷ গ্রামাঞ্চলে এসে তাণ্ডব চালায়, ভেঙে ফেলে বেশ কয়েকটা কুঁড়েঘর৷ তারপর শহরের রাস্তায় রাখা মোটরবাইক আর সারি সারি সাইকেলের ওপর হামলা চালিয়ে সব কিছু এক ধাক্কায় ফেলে দেয় উন্মত্ত হাতিটি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে তাকে ঘুমের ওষুধ দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি৷ পরে অবশ্য হাতিটিকে ক্রেন দিয়ে তুলে নিয়ে জঙ্গলে ফেরত পাঠায় বন কর্তৃপক্ষ৷

শুধু পশ্চিমবঙ্গ নয়, দক্ষিণের কেরল রাজ্য বা কেরালাতেও ঘটে একই ঘটনা৷ দু'দিন আগে একটা হাতি সেখানকার পালাক্কাদ অঞ্চলে হামলা চালায়৷ ভিডিওটা দেখলেই বুঝবেন পাগল হয়ে গেলে কেমন করে একটা হাতি! গাড়ি, মোটরগাড়ি, সাইকেল উল্টে দিয়ে সব কিছু লন্ডভন্ড করে দেয় সে৷

‘দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার'-এর সমীক্ষা অনুযায়ী, ভারতে হাতির আক্রমণে প্রতি বছর অন্তত ২০০ মানুষ প্রাণ হারায়৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য