শূকর আর বেড়ালছানার ভালোবাসা
১১ ফেব্রুয়ারি ২০১৬বিজ্ঞাপন
এই ভিডিওটি সেই ভালোবাসারই একটা নিদর্শন৷ আসলে আজ মানুষ যখন পশুর হিংস্রতাকে হার মানাচ্ছে, তখন পশুই হয়ত পারে আমাদের, মানে মানুষকে ভালোবাসার ভাষা শেখাতে৷ অন্তত ভিডিওটি দেখলে সেই বিশ্বাসই জন্মাবে আপনার৷
একটা বেড়ালছানা আর একটা গোলাপি রঙের টুকটুকে শূকরশাবক৷ দু'জনেই পোষা৷ জাতপাত-বর্ণ আলাদা হলেও, মনিব তাদের বসতে দিয়েছিল একই সোফায়৷ তার পর? কিছুক্ষণের মধ্যেই একে-অপরকে চাটতে থাকে তারা, করতে থাকে পরিষ্কার৷ এরপর শুরু হয় আদর৷ হ্যাঁ, বেড়ালে-বেড়ালে বা শূকরে-শূকরে নয়, এ একেবারে বেড়াল-শূকরের ভালোবাসা৷
পশুদের মধ্যেও যে এমন অগাধ প্রেম আর ভালোবাসা আছে, এই ভিডিওটি না দেখলে হয়ত সেটা বোঝাই যেত না৷ কি ভিডিওটা দেখলেন? সত্যিই অতুলনীয় দৃশ্য, তাই না?
ডিজি/জেডএইচ
বন্ধু, কেমন লাগলো ভিডিওটা? আপনার মতামত জানান নীচের ঘরে৷