সেন্ট পিটার্সবার্গ শহরে হামলার তদন্ত চলছে
৪ এপ্রিল ২০১৭সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটের পর সেন্ট পিটার্সবার্গ শহরে দুই স্টেশনের মাঝে মেট্রো রেলে এক বিস্ফোরণ ঘটে৷ এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ১১, আহতদের সংখ্যা প্রায় ৫১৷ এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও সিরিয়ায় রাশিয়ার সামরিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে তথাকথিত ইসলামিক স্টেট রাশিয়ায় হামলা চালানোর ডাক দিয়েছিল৷
রুশ কর্তৃপক্ষের ধারণা, একজন হামলাকারী সেই ট্রেনের আসনের নীচে বোমাটি রেখেছিল৷ দ্বিতীয় ব্যক্তি আরেকটি বোমা প্রস্তুত রাখলেও সৌভাগ্যবশত সেটি বিস্ফোরণ ঘটাতে পারেনি৷ কাছের একটি স্টেশনে সেটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়৷ সংবাদ সংস্থা ‘টাস' জানিয়েছে, মধ্য এশিয়ার ২৩ বছর বয়স্ক এক পুরুষ ও এক যুবতী এই হামলার জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছে৷ সেই পুরুষ সম্ভবত উগ্র ইসলামপন্থি ভাবধারায় উদ্বুদ্ধ৷ একটি সূত্র অনুযায়ী কিরগিজিস্তানে জন্ম হলেও সেই ব্যক্তি রুশ নাগরিক৷
এক স্টেশনের ক্যামেরায় তার ছবি ধরা পড়েছে৷ তাতে দেখা যাচ্ছে, লম্বা দাড়িসহ সন্দেহভাজন ব্যক্তিটি কালো পোশাক পরে আছে৷ এটি আত্মঘাতী হামলা ছিল কিনা, সে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলছে৷
সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ঘটনাচক্রে সেন্ট পিটার্সবার্গ শহরেই ছিলেন৷ তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ একাধিক বিশ্বনেতা এই হামলার কড়া নিন্দা করেছেন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে মার্কিন প্রশাসনের সব রকম সহায়তার প্রস্তাব দিয়েছেন৷
উল্লেখ্য, রাশিয়ায় এর আগেও ট্রেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে৷ ২০১০ সালে এক দম্পতি মস্কোর মেট্রো রেলে আত্মঘাতী হামলা চালালে কমপক্ষে ৪০ জন নিহত হয়৷ ককেশাস আমিরাত নামের এক ইসলামপন্থি সন্ত্রাসী গোষ্ঠী সেই হামলার দায় স্বীকার করে৷ তার ঠিক এক বছর আগে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ-এর পথে এক দ্রুতগামী ট্রেনের উপর হামলার দায়ও স্বীকার করে সেই গোষ্ঠী৷
এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)