1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০ ঘণ্টার রেল ধর্মঘটের ডাক জর্মানিতে

১৫ নভেম্বর ২০২৩

বর্ধিত বেতনের দাবিতে বুধবার ২০ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে রেল ইউনিয়ন জিডিএল ।

https://p.dw.com/p/4Yod0
একটি রেল ইউনিয়নের ধর্মঘটের সিদ্ধান্তের ব্যাপক প্রভাব ট্রেন চলাচলে পড়তে পারে।
একটি রেল ইউনিয়নের ধর্মঘটের সিদ্ধান্তের ব্যাপক প্রভাব ট্রেন চলাচলে পড়তে পারে। ছবি: Fabian Bimmer/REUTERS

জিডিএল ট্রেন ড্রাইভার্স ইউনিয়ন জানিয়েছে, তাদের সদস্যরা বুধ থেকে বৃহস্পতিবার ২০ ঘণ্টার ধর্মঘটে অংশ নেবেন।

রাষ্ট্রায়ত্ত্ব রেল অপারেটর ডিবি-র সঙ্গে জিডিএল ইউনিয়নের বেতন নিয়ে আলোচনা চলছে। তার মধ্যেই এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

এই ধর্মঘটের প্রভাব জার্মানিতে রেল চলাচলের উপর ব্যাপকভাবে পড়বে বলে মনে করা হচ্ছে। এর আগেও জিডিএলের ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে। 

বুধবার জার্মানির সময় সকাল দশটা থেকে এই ধর্মঘট শুরু হচ্ছে। চলবে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত।

ধর্মঘটীরা কী চান?

ধর্মঘটী ট্রেড ইউনিয়নের দাবি, রেল কর্মীদের বেতন প্রতি মাসে ৫৫৫ ইউরো বা প্রায় ৬৬ হাজার টাকা বাড়াতে হবে। তাছাড়া তাদের এককালীন তিন হাজার ইউরো দিতে হবে। মুদ্রাস্ফীতির মকাবিলায় এই অর্থ জরুরি বলে তাদের দাবি।

ভবিষ্যতের রেলগাড়ি ঝমাঝম

তাছাড়া তারা জানিয়েছে, তাদের কাজের সময়ও সপ্তাহে ৩৮ ঘণ্টা থেকে কমিয়ে ৩৫ ঘণ্টা করতে হবে।

গত সপ্তাহে জিডিএলের সঙ্গে ডিবি-র আলোচনা শুরু হয়। কিন্তু ডিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, জিডিএল তাদের আসল চেহারা সামনে এনেছে। তারা সমস্যার সমাধানে উৎসাহী নয়।

ডিবি জানয়েছে, তারা ১১ শতাংশ বেতন বাড়াতে রাজি। কিন্তু জিডিএল জানিয়েছে, ডিবি তাদের মূল দাবিগুলি নিয়ে আলোচনা করতেই রাজি নয়।

এই বছরই জিবিলের প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ইভিজি আরবিট্রেটর নিয়োগ নিয়ে ডিবি-র সঙ্গে চুক্তি করেছে। সেখানে বলা হয়েছে, দুই দফায় কর্মীদের প্রতি মাসে ৪১০ ইউরো বেতন বাড়ানো হবে। আর তাদের এককালীন ২৮৫০ ইউরো দেয়া হবে।

জিএইচ/এসজি(এপি, ডিপিএ)