অক্টোবরফেস্টে নিশ্ছিদ্র নিরাপত্তা
১৯ সেপ্টেম্বর ২০১৬এ বছর ১৮৩ বছরে পা দিয়েছে বিশ্বের বৃহত্তম এই বিয়ার উৎসব৷ তাই সাজগোজ, আলোর রোশনাই আরেকটু বেশিই আশা করেছিল সবাই৷ কিন্তু ইউরোপে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় ভীত-সন্ত্রস্ত বাভেরিয়া৷ পর্যটকদের সুরক্ষার কথা চিন্তা করে এবার তাই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে মিউনিখ, গোটা মেলাপ্রাঙ্গণ জুড়ে৷
বিশাল এই তাঁবুর প্রতিটি দরজায় বসানো হয়েছে পুলিশ-পোস্ট৷ মেট্রোতে ওঠা-নামার সিঁড়ির সামনে চলছে নজরদারি৷ শুধু তাই নয়, পথে-ঘাটে, তাঁবুর সর্বত্র বসানো হয়েছে সিসিটিভি-ক্যামেরা, চলছে যত্রতত্র তল্লাসিও৷ পর্যটকদের বলা হচ্ছে, বড় ব্যাকপ্যাক আনা যাবে না, ট্রলি তো দূরের কথা৷ এর ফলে মানুষের মনে একটা ত্রাসের যেমন সৃষ্টি হলেও ভিড় হচ্ছে অসম্ভব৷
কিন্তু এছাড়া আর উপায়ও নেই৷ আসলে অক্টোবরফেস্ট বিয়ার পান করার উৎসব বলে পরিচিত হলেও, বিয়ার পানের পাশাপাশি বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখাসাক্ষাৎ, আড্ডা, হৈ চৈ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন আমোদপ্রিয় মানুষ৷ তাছাড়া যে কোনো মেলার চরিত্র যেমন হয়, তেমনি রঙ্গব্যঙ্গ থেকে নাগরদোলা, নানারকম খাবার-দাবার, জাদুর আসর – সবকিছুরই ব্যবস্থা থাকে অক্টোবরফেস্টে৷ তাই এমন ভিড়ে জঙ্গি হামলার আশঙ্কা থাকাটাই স্বাভাবিক৷
তারপরও শুধুমাত্র বিয়ারের প্রেমে প্রতিবারের মতো এবারো অক্টোবরফেস্টে যোগ দিয়েছে দেশ-বিদেশের প্রায় ৬ মিলিয়ন মানুষ৷ রঙিন পোশাক পরে, হাতে হাতে বিয়ারের গ্লাস নিয়ে মেতেছে উৎসবে৷
ডিজি/এসিবি
বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷