অগ্নিকাণ্ডের তদন্ত
২৯ নভেম্বর ২০১২আশুলিয়ার তাজরিন ফ্যাশনস লিমিটেড-এ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক শ্রমিকের প্রাণহানি, আরো একটি গার্মেন্টসে আগুন লাগানোর চেষ্টাসহ বিভিন্ন পোশাক কারখানায় আগুন আতঙ্কের ঘটনায় সরকারসহ এ খাতের সংশ্লিষ্টদের উদ্বিগ্ন করে তুলেছে৷ বাংলাদেশ থেকে পোশাক আমদানি করা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ওয়াল মার্ট তাজরিন ফ্যাশনস-এর সংশ্লিষ্ট চুক্তি বাতিলের পর, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে আসছে আরেক বিশ্বখ্যাত কোম্পানি লি অ্যান্ড ফাং-এর নিজস্ব তদন্ত দল৷ আর এ ধরনের তদন্তকে স্বাগত জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ৷ তবে ওয়াল মার্টের চুক্তি বাতিলের বিষয়টি যুক্তিসংগত নয় বলে মত সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের৷
আর বিজিএমইএ-এর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, লি অ্যান্ড ফাং তদন্ত করতে আসুক এটা তাঁরা চান৷ এই অগ্নিকাণ্ডের কারণে এই সেক্টরে যে নেতিবাচক প্রভাব পড়ছে তা থেকে উত্তরণের জন্য তাঁদেরও এখানে এসে সরেজমিন দেখা উচিত৷
এই ধরনের ঘটনা যে পোশাক খাতের সুনাম নষ্ট করে তা এক বাক্যেই স্বীকার করেন বিজিএমইএ-এর এই দুই শীর্ষ নেতা৷ তবে এই ঘটনার কারণে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়বে না বলেই মত সিদ্দিকুর রহমানের৷
এদিকে আগুন লাগানোর ঘটনা যদি আর্ন্তঘাতমূলক হয় আর তা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান৷
আর সব ঘটনায় জঙ্গিবাদকে দায়ী করা হলে তা সুফল বয়ে আনবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ তিনি বলেন, এতে করে আবারো প্রশ্ন উঠবে তাহলে কি জঙ্গিবাদ থামেনি? ফলে এতে দেশের ইমেজ সংকট সৃষ্টি হবে৷
তাই এমন পরিস্থিতে বাকযুদ্ধ বাদ দিয়ে সবাইকে সংযত আচরণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷