1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অনৈতিকতা দিয়ে ভালো চিকিৎসক হওয়া যায় না'

১৮ আগস্ট ২০২৩

মেডিকেল কলেজসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের খবর প্রায়ই শোনা যায়৷ এই কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারও হচ্ছেন অনেকে৷ তবুও থামানো যাচ্ছে না প্রশ্ন ফাঁস৷

https://p.dw.com/p/4VKeK
রাজশাহী মেডিকেল কলেজ
ছবি: Rubel Mahfuz

কিন্তু কিভাবে বন্ধ করা যাবে প্রশ্ন ফাঁস, কী উদ্যোগ নেয়া প্রয়োজন-এসব বিষয় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সাহাবউদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল আজিজ৷

ডয়চে ভেলে: প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কিন্তু এটা বন্ধ করা যাচ্ছে না কেন?

অধ্যাপক ডা. আবদুল আজিজ: মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস কিন্তু এখন বন্ধ হয়েছে৷ কারণ, এর জন্য বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে৷ মূলত ২০০১ সালে শুরু হয়েছিল এই প্রশ্ন ফাঁস৷ পরে বর্তমান সরকার (আওয়ামী লীগ) ক্ষমতায় আসার পরও কয়েকবার প্রশ্ন ফাঁস হয়েছে৷ এরপর সরকার শক্ত পদক্ষেপ নেয়ার কারণে এটা বন্ধ হয়েছে৷

মোহাম্মদ নাসিম যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতামত নিয়েছেন৷ প্রযুক্তি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের পরামর্শ অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করেন৷ তিনি যে টেকনিক্যাল কমিটি করেছিলেন, সেখানে সাংবাদিকদেরও রাখা হয়েছে৷ বিশিষ্ট ব্যক্তিরাও ছিলেন ওই কমিটিতে৷

এখন যে প্রেসে প্রশ্ন ছাপা হয় সেখানে একটা বিশেষ টিম থাকে৷ শরীরের থাকা পোশাক ছাড়া অন্য কিছু নিয়ে কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয় না৷ তারা পুরো সময়টা তত্ত্বাবধানে থাকে৷ এই প্রশ্ন যখন কোনো সেন্টারে পাঠানো হয়, সেখানে একটা বিশেষ মনিটরিং ব্যবস্থা থাকে৷ পরীক্ষার রুমে যখন প্যাকেট খোলা হয়, তখন একটা অ্যালার্ম সিস্টেম বেজে ওঠে৷ আগে খুললেও অ্যালার্ম বেজে ওঠে৷ ফলে এটা ধরা পড়বেই৷ গত সাত বা আট বছর ধরে আর শুনি না প্রশ্ন ফাঁসের কথা৷ এখন সিআইডি যেটা ধরেছে, সেটা কিন্তু কয়েক বছর আগের৷

গোয়েন্দা সংস্থা চাইলে বের করতে পারবে: আজিজ

সিআইডি বলেছে, ফাঁস করা প্রশ্নে যারা চিকিৎসক হয়েছেন তাদের খুঁজে বের করা হবে৷ সেটা কী সম্ভব? 

যারা এই প্রশ্ন ফাঁসে জড়িত তারা কিন্তু সবাই জানে, এই ঘটনার সঙ্গে কারা জড়িত৷ তারা জানে, এই ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে কারা ভর্তি হয়েছে এবং শেষমেষ ডাক্তার হয়েছে৷ গোয়েন্দা সংস্থা চাইলে এটা বের করতে পারবে৷ তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে, সেটা আদালতের ব্যাপার৷ ওই বিষয়ে আমি কিছু বলতে চাই না৷ তবে আমি মনে করি, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের জন্য ৩২টি আইন, অর্ডিন্যান্স করেছে৷ দুর্নীতিমুক্ত ডিজিটাল হেলথ সেক্টর করার জন্য এটা করা হয়েছে৷

বর্তমানে যে ব্যবস্থা আছে, তাতে প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই৷ আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টাকা-পয়সা দিয়ে ভর্তি হওয়া যেত৷ এখন কিন্তু সেই সুযোগও নেই৷ একই প্রশ্নপত্রে মেডিকেল পরীক্ষা হয়৷ সিরিয়াল অনুযায়ী সরকারির পরে বেসরকারি ৬৬টি মেডিকেলে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা৷ আর এবার অটোমেশন করার পর সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ হয়ে গেছে৷ পাশাপাশি বেসরকারি মেডিকেলের শিক্ষকদেরও একটা পেশাদারত্বের আওতায় আনা হয়েছে৷ ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা একটা মর্যাদার জায়গায় এসেছেন৷

প্রশ্ন ফাঁসকারী এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই কী এই সমস্যার সমাধান হবে?

মেডিকেলের ভর্তি পরীক্ষায় যে ডিজিটাল প্রক্রিয়া অবলম্বন করা হয়, তাতে এখন আর কোনভাবেই ফাঁসের সুযোগ নেই৷ এখন পুরো বিষয়টি অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে মনিটরিং করা হয়৷ এটা সর্বশেষ প্রযুক্তি দিয়ে করা৷ এই প্রক্রিয়া যদি সব ধরনের পরীক্ষায় ব্যবহার করা যায়, তাহলে বাংলাদেশের কোন পরীক্ষাতেই আর প্রশ্ন ফাঁস হবে না৷ সমাজে সব সময় নীতি নৈতিকতাহীন ও সুযোগসন্ধানী মানুষ থাকে৷ তাদের ব্যাপারে প্রশাসনকে খেয়াল রাখতে হবে৷ কেউ যদি এমন গন্ধ পায়, তাহলে সংশ্লিষ্টদের জানালে এই সুযোগগুলো বন্ধ হয়ে যাবে৷

ধরুন, একজন প্রশ্ন ফাঁস করে চিকিৎসক হয়েছেন৷ কিন্তু তিনি তো বিভিন্ন পরীক্ষায় ধাপে ধাপে পাশ করেছেন৷ সেক্ষেত্রে তার ব্যর্থতা কোথায়? তিনি কী মেধাবী নন? মেডিকেল কলেজে পরীক্ষায় আবেদন করার একটা নির্ধারিত যোগ্যতা থাকে৷ যারা আবেদন করেন তারা তো ওই যোগ্যতা সম্পন্ন৷ ফলে ধরে নেয়া যায় তারা মেধাবী৷ এখানে তো একই মেধার কেউ চান্স পায়, কেউ পায় না৷ কিন্তু অবৈধভাবে যিনি ভর্তি হচ্ছেন, তিনি তো পাশ করতে পারবেন না, তা নয়৷ কিন্তু ব্যাপারটা হলো নীতি-নৈতিকতার৷ তার জন্য আরেকজন মেধাবী যার ভর্তি হওয়ার সুযোগ ছিল, তিনি তো বঞ্চিত হলেন৷ ফলে তার ক্ষতি হলো৷ ফলে এটা শুধু নীতি-নৈতিকতার বিষয় নয়, এটা অনিয়ম এবং দুর্নীতিও৷ আইনের চোখে তারা অপরাধীও৷

অনৈতিকভাবে যিনি ভর্তি হয়েছেন, তিনি কী ভালো চিকিৎসক হতে পারেন?

চিকিৎসা পেশাটা সেবামূলক৷ যার জীবনটাই শুরু হয়েছে অনৈতিকতা দিয়ে, তিনি চিকিৎসক হলেও তার পেশাটা ভালো হবে, সেটা আমি আশা করি না৷ পেশাতেও তিনি অবৈধ কাজ করবেন৷ এতে পেশার সুনাম নষ্ট হবে৷ আমার মনে হয় না, কোন অবস্থাতেই তিনি একজন ভালো চিকিৎসক হতে পারবেন, ভালো মানুষ হতে পারবেন না৷

বিভিন্ন সময় প্রশ্ন ফাঁসকারীদের অনেককেই পুলিশ গ্রেপ্তার করে৷ সম্প্রতি চিকিৎসক দম্পতিসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে৷ এর আগেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে অনেকেই গ্রেপ্তার হয়েছে৷ এদের কেন কঠোর শাস্তির আওতায় আনা যাচ্ছে না?

আপনার সঙ্গে আমি অনেকাংশেই একমত৷ এটা হয়ত আইনের দুর্বলতা৷ তারা হয়ত আইনের মারপ্যাঁচে বের হয়ে আসে৷ তিনি যে অন্যায় কাজটা করলেন, তার যে ধারায় বিচার হওয়া উচিত সেখানে হয়ত তার জামিনের সুযোগ থাকে৷ এই কারণে হয়ত জামিনে বের হয়ে আসেন৷ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে গেলে আইনের কিছু বিধিবিধান পরিবর্তন করতে হবে৷

 

বিভিন্ন পরীক্ষায় এখন যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, সেখানে আর কী পরিবর্তন আনলে প্রশ্ন ফাঁসের প্রক্রিয়া থেকে বের হওয়া সম্ভব?

গত ৭-৮ বছরে মেডিকেল পরীক্ষায় যে ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, সেটা যদি অন্যরা ফলো করে তাহলে পরির্তন হবে৷ সুযোগ সন্ধানী বা দুর্নীতিবাজরা মেডিকেলের এই ব্যবস্থা কিন্তু এখনও ভাঙতে পারেনি৷ এছাড়া প্রযুক্তিকে যদি আরও কোনোভাবে ব্যবহারের সুযোগ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে৷ দায়িত্বশীল যারা, তাদেরও সজাগ থাকতে হবে৷ তাহলে সুযোগ সন্ধানীরা আর সুযোগ পাবে না৷

 

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য