অন্য কোন গ্রহে প্রাণ থাকতে পারে?
২৪ মার্চ ২০২০পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ কি মানুষের বসবাসের যোগ্য? আমাদের এই পৃথিবীতে অবিশ্বাস্য জীববৈচিত্র্য দেখা যায়, যা জীবন সম্পর্কে আমাদের ধ্যানধারণা গড়ে তুলেছে৷ উন্নতি, বিকাশ ও এগিয়ে চলার জন্য কী প্রয়োজন, সেই উপলব্ধিও আমাদের মনে জন্মায়৷
প্রাণের স্পন্দনের জন্য অনেক বিষয়ের মধ্যে সামঞ্জস্যের প্রয়োজন৷ সূর্যের উত্তাপের অপরিবর্তিত মাত্রা লাখ লাখ বছর ধরে স্থিতিশীল এক পরিবেশ নিশ্চিত করেছে৷ তাছাড়া পৃথিবী নির্দিষ্ট এক দূরত্ব বজায় রেখে সূর্যকে প্রদক্ষিণ করে৷ সেই স্থিতিশীল উত্তাপের কারণে পৃথিবীর উপরিভাগে সব সময়ে তরল পানি পাওয়া যায়৷ আমাদের জ্ঞান অনুযায়ী পানিই প্রাণ সৃষ্টির পূর্বশর্ত৷
কোনো নক্ষত্রের কাছে নির্দিষ্ট একটি দূরত্ব পর্যন্ত এলাকায় কোনো গ্রহে প্রাণ সৃষ্টি হতে পারে৷ আমাদের পৃথিবী সেই সীমানার ভিতর দিকে থাকলে পানি গরম হয়ে বাষ্পে পরিণত হতো৷ অন্যদিকে সীমানার বাইরের দিকে গেলে সব পানি বরফ হয়ে উঠতো৷
জ্যোতির্বিজ্ঞানীরা দূরের নক্ষত্রজগতে ৪,১০০-রও বেশি গ্রহ আবিষ্কার করেছেন৷ পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রেরও একটি গ্রহ রয়েছে৷ সেটিও এমন দূরত্বে নক্ষত্র প্রদক্ষিণ করছে, যে কাগজেকলমে সেখানেও প্রাণের অস্তিত্ব সম্ভব৷ এমনকি গ্রহের যে অংশ নক্ষত্রের দিকে তাকিয়ে রয়েছে, সেখানে তরল পানিও থাকতে পারে৷ ‘টি গার্ডেন বি' প্রাণের অস্তিত্বের সম্ভাবনাময় গ্রহের তালিকার উপর দিকে রয়েছে৷ আয়তন ও উপরিভাগের তাপমাত্রার বিচারে সেটির সঙ্গে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিল রয়েছে৷ ‘ট্রাপিস্ট ওয়ান'-এর মতো এমন সৌরজগতেরও খোঁজ পাওয়া গেছে, যেখানে পাঁচ-পাঁচটি গ্রহে প্রাণের অস্তিত্বের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে৷
আমাদের সৌরজগতেও এমন সম্ভাবনাময় জগত রয়েছে৷ যেমন বৃহস্পতি ও শনি গ্রহের বরফে ঢাকা চাঁদ৷ সূর্য থেকে সেগুলির দূরত্ব প্রাণের সম্ভাবনার জন্য উপযুক্ত না হলেও সেগুলির মাটির নীচে মহাসাগর রয়েছে৷ সেখানে বরফের স্তরের নীচে প্রাণের স্পন্দন সম্ভব৷
করনেলিয়া বরমান/এসবি