অপ্রাপ্তবয়স্ক উদ্বাস্তুদের বয়স নির্ধারণ
২৭ এপ্রিল ২০১৮বৃহস্পতিবার জার্মানির ফেডারাল প্রশাসনিক আদালত সিদ্ধান্ত নেবে, তরুণ উদ্বাস্তুদের বয়স নির্ধারণের জন্য নিয়মিতভাবে মেডিকেল টেস্ট ব্যবহার করা হবে কিনা৷ এক আফগান উদ্বাস্তু শুধু চোখের দেখায় তাঁকে প্রাপ্তবয়স্ক বলে নির্ধারণ করার বিরুদ্ধে মামলা করেছেন৷
ফেডারাল আইন অনুযায়ী, জার্মানিতে আগত অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক উদ্বাস্তুদের দেখাশোনা করে স্থানীয় যুবকল্যাণ অধিকার৷ যুবকল্যাণ কার্যালয়গুলি সংশ্লিষ্ট উদ্বাস্তুর বয়স নির্ধারণ ও নিশ্চিত করার জন্য দু'জন বিশেষজ্ঞকে নিয়োগ করে, যারা চোখে দেখে উদ্বাস্তুদের বয়স আন্দাজ করার চেষ্টা করেন৷ বয়স নিয়ে সন্দেহ দেখা দিলে যুবকল্যাণ কার্যালয় মেডিকেল টেস্ট করার নির্দেশ দিতে পারে৷
মামলায় যে প্রশ্নটি তোলা হয়েছে, সেটি হলো: তথাকথিত ‘‘চাক্ষুষ পরীক্ষা''একমাত্র সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, যাদের দেখে স্পষ্টভাবে বোঝা যায় যে, তারা প্রাপ্ত- কিংবা অপ্রাপ্তবয়স্ক৷ অন্যভাবে বলতে গেলে, যুবকল্যাণ দপ্তরের কর্মী আর উদ্বাস্তুরা যদি বয়স সম্পর্কে একমত হতে পারেন, একমাত্র সেক্ষেত্রেই মেডিকেল টেস্ট ব্যবহার করা হবে না৷ অন্য সব ক্ষেত্রে ফেডারাল সরকারের অনুমোদিত একটি মেডিকেল টেস্ট করা হবে৷
ফ্রাইবুর্গে এক ১৯ বছর বয়সের মেডিকেল ছাত্রী ও কান্ডেল গ্রামে এক ১৫ বছর বয়সের কিশোরীর হত্যাকাণ্ডের পর জার্মানিতে উদ্বাস্তুদের সঠিক বয়স একটি বিপুল বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ উভয় ক্ষেত্রেই হত্যাকারী উদ্বাস্তুকে অপ্রাপ্তবয়স্ক বলে বিবেচনা করা হয় – যার কিছু কিছু আইনগত ও অন্যান্য সুবিধা আছে৷ অপ্রাপ্তবয়স্ক উদ্বাস্তুদের সাধারণ উদ্বাস্তু আবাসে না রেখে, যুব নিবাসে রাখা হয়; তারা শিক্ষা ও মানসিক চিকিৎসার বিশেষ সুযোগ পায়; তাদের পরিবারবর্গের জার্মানিতে আসা সহজ হয় এবং তাদের বহিষ্কার করা হয় না৷
মেডিকেল টেস্টের সমস্যা
মেডিকেল টেস্টও কিন্তু গাছের গুঁড়িতে কাঠের উপর বৃত্তাকার দাগগুলিকে গুনে গাছের বয়স নির্ধরাণ করার মতো সহজ-সরল নয়৷ অপরদিকে এ-ও সত্য যে, সংশ্লিষ্ট সুযোগসুবিধার আঁচ পেয়ে ইতিমধ্যে বহু তরুণ উদ্বাস্তু নিজেদের অপ্রাপ্তবয়স্ক বলে পাচার করার চেষ্টা করছেন৷ বলতে কি, উদ্বাস্তুদের বয়স নির্ধারণের ব্যাপারে এ যাবৎ খুবই গা ঢালা দিয়ে চলা হয়েছে, বলে একাধিক সরকারি কর্মকর্তার অভিমত৷
গত জানুয়ারি মাসে জার্মানির দক্ষিণপন্থি পপুলিস্ট রাজনৈতিক দল এএফডি সংসদে প্রস্তাব আনে যে, উদ্বাস্তুরা বয়স ভাঁড়ালে তাদের কারাদণ্ড দেওয়া উচিত৷ এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির বয়স সম্পর্কে সরকারি নথিপত্র পেশ না করতে পারলে, বাধ্যতামূলক মেডিকেল টেস্টের দাবি জানায় এএফডি৷
বয়স নিয়ে সন্দেহ দেখা দিলে চেহারা, শারীরিক বিকাশ, দাড়ি-গোঁফ ইত্যাদি দেখে সিদ্ধান্ত নেওয়া হয় – তবে যৌনাঙ্গ পরিদর্শন করা হয় না৷ এছাড়া দাঁত, হাড়গোড়, হাতের কবজি ও শ্রোণির এক্স-রে করে বয়স নির্ধারণ করা যেতে পারে৷ তা সত্ত্বেও মেডিকেল টেস্টে বয়স নির্ধারণে দু' থেকে তিন বছরের ভুল হতে পারে৷ অপরদিকে চিকিৎসার প্রয়োজনে ছাড়া কোনো ব্যক্তিকে এক্স-রে করা নিয়ে নৈতিক প্রশ্ন উঠতে পারে৷ সবচেয়ে বড় কথা, বয়স নির্ধারণ নিয়ে ক্রমেই আরো বেশি প্রযুক্তি সৃষ্টি হচ্ছে: মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যান্ড স্ক্যানার ও জিন টেস্টের উদ্ভাবন করা হয়েছে, কিন্তু সে দু'টি সর্বাধুনিক পরীক্ষাও নাকি কোনো ব্যক্তির বয়স ১৮ বছর বা তার কম কিনা, তা নির্ভুলভাবে প্রমাণ করতে অক্ষম৷
নিকোলাস মার্টিন/এসি