এইডস বাড়তে পারে: ইউনিসেফ
১ ডিসেম্বর ২০১৬২০১৫ সালে সারা বিশ্বে ১০ থেকে ১৯ বছরের মধ্যে ৪১,০০০ কিশোর-কিশোরী এইডস রোগে প্রাণ হারায়৷ ঐ বয়সের এইডস সংক্রমিত মানুষদের সংখ্যা প্রায় বিশ লাখ, বলে ইউনিসেফের রিপোর্টে প্রকাশ৷
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে প্রকাশিত রিপোর্টটিতে বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত আফ্রিকান দেশগুলির প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে, কেননা সেখানেই এইচআইভি-র প্রকোপ সবচেয়ে বেশি৷ ঐ এলাকায় ১৫ থেকে ১৯ বছর বয়সিদের মধ্যে নতুন এইচআইভি সংক্রমণের ক্ষেত্রে তিন-চতুর্থাংশই কিশোরী বা মহিলা, বলে দেখা যায়৷
‘‘এইডস-এর অন্ত ঘটানোর সার্বিক প্রচেষ্টায় বিশ্ব বিপুল প্রগতি অর্জন করেছে, কিন্তু সংগ্রাম শেষ হতে এখনও অনেক বাকি – বিশেষ করে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের জন্য'', বলেছেন ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক অ্যান্টনি লেক৷ ‘‘প্রতি দু'মিনিটে আরো একজন অপ্রাপ্তবয়স্ক – খুব সম্ভবত একজন মেয়ে – এইচআইভি-তে সংক্রমিত হবে৷ আমরা যদি এইডস-এর অবসান ঘটাতে চাই, তাহলে বিষয়টিকে আবার গুরুত্ব দিতে হবে'', বলেন লেক৷ আফ্রিকায় কমবয়সি মেয়েরা প্রাপ্তবয়স্ক পুরুষদের দ্বারা সংক্রমিত হয়; সেক্ষেত্রে পুরুষরা অনেক বেশি বয়সে এইচআইভি-র সংস্পর্শে আসেন৷
গত পাঁচ বছরে সারা বিশ্বে এইডস রোগীদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে এক কোটি নব্বই লক্ষে দাঁড়িয়েছে৷ ২০১৫ সালে কিশোর কিশোরী বা অপ্রাপ্তবয়স্কদের মধ্যে নতুন এইচআইভি সংক্রমণের ঘটনা ঘটে প্রায় আড়াই লাখ বার৷ ২০৩০ সালের মধ্যে এই বয়সের মানুষদের মধ্যে নতুন সংক্রমণের হার বছরে চার লাখে গিয়ে দাঁড়াতে পারে – শুধুমাত্র ফিলিপিন্সের দিকে নজর ফেরালেই যা স্পষ্ট হয়ে যায়৷
এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)