1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবৈধভাবে গাছ কাটা প্রতিরোধ

জেনিফার কলিন্স/জেডএইচ৯ মে ২০১৫

বিশ্বের অনেক দেশের বনজঙ্গলেই অবৈধভাবে গাছ কাটা বেড়ে চলেছে৷ বনের বিশালত্বের কারণে এই অবৈধ কাজ বন্ধ করতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্ট দেশের সরকারগুলোকে৷ এক্ষেত্রে সহায়ক হতে পারে প্রযুক্তি৷

https://p.dw.com/p/1FMGm
Teaser Globalideas / ohne Logo – Kongo
ছবি: Jürgen Schneider

পরিবেশ ও বন সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার' বা ডাব্লিউডাব্লিউএফ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে আশঙ্কা করা হয়, আগামী ১৫ বছরে প্রায় ১৭০ মিলিয়ন হেক্টর বন ধ্বংস হতে পারে৷ এর প্রায় ৮০ শতাংশই হতে পারে আমাজন সহ বিশ্বের ১১টি বনে৷

এই অবস্থায় অবৈধ গাছ কাটা প্রতিরোধে কার্যকর উপায়ের কথা ভাবছে বিশেষজ্ঞসহ বিভিন্ন সংস্থা৷ ক্রাউডসোর্সিং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে৷ এর মাধ্যমে বনজঙ্গল এলাকায় বসবাসকারীরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবৈধ গাছ কাটার ব্যাপারে বনের নিরাপত্তারক্ষীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন৷ তবে এক্ষেত্রে সমস্যা হলো, সব জায়গায় তো আর ইন্টারনেট সংযোগ নাও থাকতে পারে৷ সেক্ষেত্রে কি হবে?

এই সমস্যা থেকে বেরিয়ে আসারও একটি উপায় বের করেছে ব্রিটেনের ‘রেনফরেস্ট ফাউন্ডেশন' বা আরএফইউকে৷

এই ব্যবস্থায় স্যাটেলাইট মডেম ট্রান্সমিটার ব্যবহার করে মাত্র ২০ সেকেন্ডের মধ্যেই অবৈধ গাছ কাটার খবর একটি সার্ভারে পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছে আরএফইউকে৷ এভাবে পাওয়া তথ্য বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে জানাবে৷ মোবাইলের একটি এসএমএস পাঠাতে যে খরচ হয় এক্ষেত্রেও সেটাই হবে বলে জানিয়েছে আরএফইউকে৷

উদ্ভাবিত এই পদ্ধতি কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ এ লক্ষ্যে ক্যামেরুনের রেনফরেস্ট এলাকায় বসবাসকারী দু'টি সম্প্রদায়ের লোকজনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে৷

শুধু অবৈধ গাছ কাটাই নয়, এই পদ্ধতি ব্যবহার করে বন্য প্রাণীদের গতিবিধি পর্যবেক্ষণ, অবৈধ পশুপাখি শিকার সহ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার উপর নজরদারি করা যেতে পারে বলে জানিয়েছে আরএফইউকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান