অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ
৯ অক্টোবর ২০১৭‘বিহ্যাভিয়রাল ইকোনমিকস’ বা আচরণগত অর্থনীতিতে অনন্য অবদানের জন্য থেয়লারকে এবার নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে৷ একাডেমির পক্ষ থেকে বলা হয়, অর্থনীতি ও ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের মনস্তাত্বিক বিশ্লেষণে রিচার্ড থেয়লারের সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেয়া হচ্ছে৷
পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৯০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন রিচার্ড থেয়লার৷
৭২ বছর বয়সি থেয়লার বর্তমানে ‘ইউনিভার্সিটি অব শিকাগো'র ‘বুথ স্কুল অব বিজনেস’-এ আচরণগত বিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করছেন৷ আচরণগত অর্থনীতির তাত্ত্বিক হিসেবে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন৷
সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে নোবেল পুরস্কার প্রবর্তন করেন৷ সেই সময় পুরস্কার দেয়া বিষয়ের তালিকায় অর্থনীতি ছিল না৷ পরবর্তীতে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের তিনশ’ বছর পূর্তি উপলক্ষে ১৯৬৮ সালে অর্থনীতি সংশ্লিষ্ট বিজ্ঞানে অবদানের জন্য একটি পুরস্কারের প্রবর্তন করে৷ পরের বছর থেকে প্রতিবছর সেই পুরস্কার দেয়া হচ্ছে৷নোবেলের অন্যান্য বিষয়ের মতো অর্থনীতির এই পুরস্কার বিজয়ীদেরও ৯০ লাখ সুইডিশ ক্রোনার দেয়া হয় এবং একই অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়৷
অর্থনীতিবিজ্ঞানে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের এ পুরস্কারকে অর্থশাস্ত্রে গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে গণ্য করা হয়৷
আরএন/জেডএইচ (ডিপিএ, এপি)