শান্তিতে নোবেল পেলো ‘আইসিএএন’
৬ অক্টোবর ২০১৭নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান পঞ্চম কাচি কুলমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করেন৷
বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে নিবিড়ভাবে কাজ করছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন- আইসিএএন৷ আইসিএএন-এ মূলত সারা বিশ্বের একশ'টি দেশের বেসরকারী সংস্থার সমন্বয়ে গঠিত একটি জোট, যারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয়াবহ দিক সম্পর্কে সকলকে সচেতন করে তোলার পাশাপাশি এর ব্যবহার বন্ধে আন্তর্জাতিকভাবে আইনী নিষেধাজ্ঞা জারির পক্ষেও কাজ করছে৷
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, ‘‘আমরা এমন এক বিশ্বে বাস করছি, যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি৷ অনেক দেশ পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণের দিকে নজর দিয়েছে৷ আশঙ্কাজনকভাবে অনেক দেশ পারমাণবিক অস্ত্রের সম্ভার বাড়াতে সচেষ্ট, যেমনটা করছে উত্তর কোরিয়া৷ এর আগে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে স্থল মাইন, গুচ্ছ বোমা, রাসায়নিক অস্ত্র বন্ধ করা সম্ভব হয়েছে৷ এগুলোর চেয়ে বেশি ধ্বংসাত্মক হওয়া সত্ত্বেও পারমাণবিক অস্ত্রের ব্যবহার বন্ধে অনুরূপ আন্তর্জাতিক আইনী নিষেধাজ্ঞা জারি সম্ভব হয়নি৷’’
ঘোষণায় বলা হয়, নোবেল কমিটি এ বিষয়ে অবগত যে, আইনি নিষেধাজ্ঞার ফলে একটি পারমাণবিক অস্ত্রও অপসারিত হবে না এবং যেসব রাষ্ট্রের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে বা তাদের ঘনিষ্ঠ সহযোগীরা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের চুক্তি সমর্থনও করে না৷ পরবর্তী ধাপে পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশগুলো এর ব্যবহার বন্ধে একমত হবে এমন আশা প্রকাশ করে নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, সারা বিশ্বের প্রায় ১৫ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে যার ব্যবহার বন্ধে জরুরি ভিত্তিতে আলোচনা করা প্রয়োজন৷
আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে৷ পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবে আইসিএএন৷
আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম৷
আরএন/এসিবি