1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে যে ৫টি খেলা থাকছে না

৬ আগস্ট ২০১৬

১৮৯৬ সালে অলিম্পিকের আধুনিক সংস্করণের পর থেকে অনেক ধরনের পরিবর্তন এসেছে এতে৷ প্রতিবছরই কিছু না কিছু যোগ হয়, বা বাদ যায়৷ রিও অলিম্পিকে এমন পাঁচটি খেলা থাকছে না, যা এককালে ছিল৷

https://p.dw.com/p/1JbZS
Bangladesch Cricket Mashrafe Bin Mortaza
ছবি: Getty Images/AFP/M. Kiran

কবুতরকে গুলি

১৯০০ সালে প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো কবুতরকে গুলি করার আয়োজন শুরু হয়েছিল৷ সেবার ৩০০ কবুতর মারা যায়৷ ছ'টি পাখি উড়িয়ে দেয়া হতো, যার মধ্যে প্রতিযোগীদের কেউ যদি অন্তত দু'টো পাখি গুলি করতে না পারতো, সে বাদ হয়ে যেত৷ ফলাফল প্রচুর রক্ত আর পাখির মৃতদেহ৷ অথচ সে বছরের অলিম্পিকের আনুষ্ঠানিক প্রতিবেদনে এই আয়োজনকে ‘আভিজাত্যের প্রতীক' বলা হয়েছিল! ২১টি পাখি গুলি করে চ্যাম্পিয়ন হয়েছিলেন বেলজিয়ামের লিয়ন ডি লুন্ডেন৷ এরপরে অবশ্য এই আয়োজন আর হয়নি৷

পিস্তলের লড়াই

১৯১২ সালের স্টকহোম গেমসে এর আয়োজন হয়েছিল৷ প্রচুর গোলাগুলি হলেও রক্তপাত হয়নি৷ ৩০ মিটার দূর থেকে মানুষের আকারের একটি মূর্তির গলা লক্ষ্য করে গুলি করতে হতো প্রতিযোগীদের৷ ২০ বছর বয়সি অ্যামেরিকার আল লেন এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন৷ তবে পিস্তলের অন্যান্য ইভেন্টের কারণে পরবর্তীতে এটি বাতিল হয়ে যায়৷

ক্লাব সুইংগিং

এটা এক ধরনের রিদমিক জিমন্যাস্টিক, যা ১৯০৪ সালে সেন্ট লুইস এবং ১৯৩২ সালে লস এঞ্জেলেসে আয়োজন হয়েছিল৷ ১৯৩২ সালে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন যুক্তরাষ্ট্রের জর্জ রথ৷ কিন্তু তার পর থেকে এই আয়োজন আর হয়নি৷

টাগ অফ ওয়ার

স্কুল ক্রীড়াঙ্গনে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে৷ ১৯০০ থেকে ১৯২০ পর্যন্ত অলিম্পিকের পাঁচটি আয়োজনে এই খেলাটি ছিল৷ ১৯০৮ সালে এতে স্বর্ণ জিতেছিলেন ব্রিটিশ পুলিশ সদস্যদের একটি দল৷ যদিও যুক্তরাষ্ট্রের দলটির দাবি ছিল যে ব্রিটেন নাকি কারচুপি করে জিতেছে৷ একটি প্রতিবেদনে লেখাও হয়েছিল যে, ব্রিটিশ পুলিশ দল এমন এক ধরনের জুতা পড়েছিল, যাতে লাফাতে সুবিধা হয়৷

ক্রিকেট

অনেক প্রতীক্ষার পর রিও অলিম্পিকে গল্ফ আর রাগবি ফিরে এলেও ক্রিকেট ফিরে আসার কোনো লক্ষণ নেই, যা কেবল ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে খেলা হয়েছিল৷ বেলজিয়াম ও হল্যান্ড শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে৷ যথারীতি ব্রিটেন জিতেছিল সে বছর৷

এপিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য