1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্রোপচারের পর পেলে ভালো আছেন

৭ সেপ্টেম্বর ২০২১

সার্জারি হলো পেলের। কোলোন থেকে টিউমার বের করা হলো। পেলে এখন ভালো আছেন।

https://p.dw.com/p/40035
অস্ত্রোপচারের পর পেলে ভালো আছেন। ছবি: picture-alliance/dpa/A. Lacerda

সম্প্রতি হাসপাতালে চেক আপের সময় পেলের শরীরে টিউমার ধরা পড়ে। ৮০ বছর বয়সি এই প্রবাদপ্রতিম ফুটবলার বলেছিলেন, এই ম্যাচটাও তিনি হাসিমুখে খেলতে চান।  খেলেছেনও সেভাবেই। সামাজিক মাধ্যমে পেলে লিখেছেন, ''ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আমি ভালো আছি। আমি সৌভাগ্যবান। অন্যবারের মতো আমি আমার আনন্দের মুহূর্তগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি।''

পেলে বলেছেন, তার বন্ধু ও পরিবার তার পাশে আছে। সকলের ভালোবাসা তার সঙ্গে আছে।

হাসপাতাল কী বলছে

সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, পেলের রুটিন চেক আপের সময় টিউমার ধরা পড়ে। শনিবার তার অপারেশন হয় এবং মঙ্গলবার তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে বেরোতে পারবেন। টিউমারটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে ব্রাজিলের সংবাদমাধ্যম খবর করেছিল যে, পেলে বার্ষিক চেক আপের জন্য ছয়দিন ধরে হাসপাতালে আছেন। তার আগে গত ৩১ অগাস্ট পেলে জানান, তিনি অজ্ঞান হয়ে গেছিলেন বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল, তা ঠিক নয়। তিনি মজা করে বলেছিলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় তাকে পাওয়া যাবে না।

প্রবাদপ্রতিম ফুটবলার

পেলে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। দেশের হয়ে ৯২টি ম্যাচে ৭৭টি গোল করেছেন। তার এই রেকর্ড ব্রাজিলে এখনো কেউ ছুঁতে পারেননি। ক্লাবের হয়ে তিনি ৬৫৯ ম্যাচে ৬৪৩ গোল করেছেন।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)