রোগে কাতর, অক্ষমতায় বিব্রত পেলে
১১ ফেব্রুয়ারি ২০২০ব্রাজিলের খেলাধুলা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল গ্লোবো এসপোর্টে কথা বলেছে এডসন আরান্তেস ডো নাসিমেন্তো পেলের ছেলে এডিনিও-র সঙ্গে৷সেখানে এডিনিও বলেছেন, ‘‘তিনি (পেলে) বিব্রত, তাই বাইরে বেরোতেই চান না, চান না তাকে কেউ দেখুক৷ ঘর থেকে বেরোতে হবে এমন কোনো কাজও করতে চান না তিনি৷''
২১ বছরের ক্যারিয়ারে এক হাজার ৩৬৩ ম্যাচ খেলে রেকর্ড এক হাজার ২৮১টি গোল করেছেন পেলে৷ এর মধ্যে দেশের হয়ে ৯১টি ম্যাচ খেলে করেছেন ৭৭ গোল, জিতিয়েছেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ৷
১৯৭৭ সালে ফুটবলকে বিদায় জানান৷ ওই বছরই আসে অসুস্থতার খবর৷ ব্রাজিলের গণমাধ্যম জানায়, জটিলতা দেখা দেয়ায় একটি কিডনি অপসারন করিয়েছেন অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার পেলে৷ ২০১২ সালে নিতম্বে অস্ত্রোপচার হয়৷২০১৫ সালে প্রোস্টেটেও অস্ত্রোপচার হয় তার৷ ২০১৮ সালে মস্কোয় বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে হুইল চেয়ারে দেখা যায় তাকে৷
সোমবার গ্লোবো এসপোর্টে-কে এডিনিও জানান, নিজে হাঁটতে পারেন না বলে এখন ঘর থেকেই বের হতে চান না পেলে৷ এডিনিও বলেছেন, ‘‘ভাবুন, তিনি ছিলেন রাজা, ছিলেন অন্যরকম এক ব্যক্তিত্ব৷ সেই তিনি এখন হাঁটতে পারছেন না৷এ অবস্থা নিয়ে তিনি খুব বিব্রত৷ ''
তিনটি বিয়ে করেছেন পেলে৷ প্রথম স্ত্রী-র সন্তান এডিনিও৷
রেকর্ড পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতেছে ব্রাজিল৷প্রথম তিন সাফল্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেলে৷ পেলের শেষ, অর্থাৎ, ১৯৭০ বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি হবে আগামী জুনে৷
এসিবি/ কেএম (ডিপিএ, বিবিসি)