মুসলমানদের উপর নজর রাখছে চীন
২ মে ২০১৯‘ইন্টিগ্রেটেড জয়েন্ট অপারেশনস প্লাটফর্ম’ বা আইজেওপি নামে পরিচিত এক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে চীনের শিনচিয়াংয়ে বসবাসরত মুসলমানদের বিভিন্ন তথ্য সংগ্রহের কথা আগেই জানিয়েছিল এইচআরডাব্লিউ৷ সেই সময় মানবাধিকার সংস্থাটি জানিয়েছিল, সরকার বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য সংগ্রহ করে৷ এর মধ্যে আছে ফেসিয়াল-রিকগনিশন ক্যামেরা, ওয়াইফাই স্নিফার্স (এর মাধ্যমে চেকপয়েন্ট দিয়ে পার হওয়ার সময় মানুষের কাছে থাকা মোবাইলের সব তথ্য সংগ্রহ করা হয়), পুলিশি চেকপয়েন্ট, ব্যাংকিং তথ্য এবং বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা৷
তবে এবার এইচআরডাব্লিউ জানিয়েছে, আইজেওপি ব্যবস্থার সঙ্গে এবার একটি অ্যাপ যুক্ত করেছে চীন৷ এই অ্যাপের সাহায্যে মানুষের ৩৬ ধরনের আচরণের তথ্য সংগ্রহ করা হয়৷ যেমন, প্রতিবেশীর সঙ্গে বেশি না মেশা, বাড়িতে ঢোকার সময় পেছনের দরজা ব্যবহার করা, স্মার্টফোন ব্যবহার না করা, ‘উৎসাহী হয়ে’ মসজিদে দান করা, বিদ্যুতের ‘অস্বাভাবিক’ ব্যবহার ইত্যাদি৷
এছাড়া এই অ্যাপ সরকারি কর্মকর্তাদের এমন মানুষজনের ব্যাপারে সতর্ক করে, যাদের পরিচিত কেউ নতুন মোবাইল নম্বর নিয়েছেন, কিংবা এমন মানুষজনের পরিচিত, যারা বিদেশে গিয়ে ৩০ দিনের মধ্যে দেশে ফেরেননি৷
হোয়াটসঅ্যাপ, ভাইবার, ভিপিএন-এর মতো চীনের বাইরে নির্মিত ৫১টি ইন্টারনেট টুলসের একটি তালিকা তৈরি করা হয়েছে, যেগুলো ব্যবহারের জন্যও উইগুরসহ অন্যান্য মুসলমানদের চীনে আটক করা হয় বলে জানিয়েছে এইচআরডাব্লিউ৷
সংস্থাটি চীনের ঐ অ্যাপ-এর একটি কপি সংগ্রহ করে ‘কিউর৫৩’ নামে জার্মানির একটি সাইবার সিকিউরিটি কোম্পানিকে তার নকশা ও তথ্য পরীক্ষা করতে দিয়েছিল৷ এভাবেই অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে এইচআরডাব্লিউ৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)
২০১৬ সালের ছবিঘরটি দেখুন...