অ্যাপল দেয়নি, দিচ্ছে ফেসবুক
১৫ মে ২০১৩যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস আর ইসরায়েলের একটি অনলাইন পত্রিকা বলছে, ওয়েজকে এক বিলিয়ন ডলারে কিনে নেয়ার আলোচনা প্রায় শেষ করে এনেছে ফেসবুক৷ তবে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি ঐ প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে রাজি হয়নি৷
এখন কথা হলো ওয়েজ বিষয়টা কী? বলা হয়, এটা বিশ্বব্যাপী গাড়ি চালকদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম৷ ধরুণ, আপনি নিউ ইয়র্কের কোনো এক রাস্তা ধরে সামনে অগ্রসর হচ্ছেন৷ কিন্তু সামনে যে দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, সেটা আপনার জানার কথা নয়৷ ওয়েজের আগমন সেখানেই৷ এটা একটা মোবাইল অ্যাপ যেটা থাকলে আপনি মুহূর্তেই খবরটা পেয়ে যাবেন৷ কেননা একটু আগে যিনি এই পথ দিয়ে গেছেন তিনি ওয়েজ অ্যাপে আপডেট দিয়েছেন দুর্ঘটনার বিষয়ে৷ যিনি আপডেট দিয়েছেন তিনি কিন্তু আপনার মতোই একজন গাড়ি চালক৷
এভাবে ওয়েজ অ্যাপ ব্যবহারকারীরা প্রতি নিয়ত রাস্তার খবরাখবর আপডেট করে যাচ্ছে৷ সারা বিশ্বে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ৩০ মিলিয়ন৷ এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ওয়েজ ‘বেস্ট ওভারঅল মোবাইল অ্যাপ' অ্যাওয়ার্ড জিতেছে৷
বিনামূল্যে ডাউনলোড
অ্যান্ড্রয়েড, আইফোন, সিমবিয়ান, উইন্ডোজ মোবাইল, জে২এমই অপারেটিং সিস্টেম থাকা মোবাইল ব্যবহারকারীরা বিনামূল্যে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন৷
অন্যান্যদের সঙ্গে তফাৎ
ম্যাপের জগতে সবচেয়ে ভালো এই মুহূর্তে গুগল৷ কিন্তু তাদের সঙ্গে ওয়েজের পার্থক্য হলো এতে তাৎক্ষণিক খবরগুলো জানা যায়৷ গুগল ম্যাপে যেটা সম্ভব নয়৷ কেননা ওখানে শুধু আগে থেকে ধারণ করা রাস্তার ছবিগুলো দেখা যায়৷ বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায় না৷
যে কারণে ফেসবুক আগ্রহী
সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে অনেক সুবিধা থাকলেও ম্যাপ নেই৷ ব্যবহারকারীদের সেই সুবিধা দিতে ফেসবুক এবার ওয়েজ কিনতে চাইছে৷ তবে লাভটা ফেসবুকেরও হবে৷ যেমন এর ফলে ফেসবুক তার মোবাইল অ্যাপে ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখতে পারবে৷ এতে মোবাইল বিজ্ঞাপন থেকে তাদের রাজস্ব বাড়বে৷ এছাড়া ম্যাপিং ডাটা থাকার কারণে বিজ্ঞাপনের স্থানীয়করণ করেও রাজস্ব বাড়াতে পারবে ফেসবুক৷
জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)