1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাপলে হ্যাকারদের হামলা

২০ ফেব্রুয়ারি ২০১৩

তথ্য প্রযুক্তি পণ্য নির্মাতা অ্যাপল জানিয়েছে, তাদের কার্যালয়ের কিছু কম্পিউটার সাইবার হামলার শিকার হয়েছে৷ ক্যালিফোর্নিয়ায় এসব কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার আঘাত হানে৷ তবে হ্যাকাররা কোন ধরনের তথ্য চুরি করতে পারেনি৷

https://p.dw.com/p/17hyf
The Apple logo hangs in a glass enclosure above the Fifth Avenue Apple Store in New York in this September 20, 2012 file photo. Apple Inc. is experimenting with the design of a device similar to a wristwatch that would operate on the same platform as the iPhone and would be made with curved glass, the New York Times reported on February 10, 2013. REUTERS/Lucas Jackson/Files (UNITED STATES - Tags: BUSINESS SCIENCE TECHNOLOGY LOGO TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

অ্যাপলের ভাষ্য হচ্ছে, অল্প কিছু কম্পিউটার আক্রান্ত হয়েছে৷ ওয়েব ব্রাউজারে যেসব জাভা প্লাগ-ইন ব্যবহার করা হয়, সে সবের মধ্য থেকে কোন একটিকে হামলার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে হ্যাকাররা৷ গত সপ্তাহে ফেসবুকে যে ক্ষতিকর সফটওয়্যার আঘাত হেনেছিল, অ্যাপলে সর্বশেষ হামলার সঙ্গে সেই সফটওয়্যারের মিল রয়েছে বলেও দাবি প্রতিষ্ঠানটির৷

অ্যাপল জানায়, ‘‘অ্যাপল এবং অন্যান্য প্রতিষ্ঠানে আক্রমণের জন্য ক্ষতিকর সফটওয়্যারটি তৈরি করা হয়েছে এবং সফটওয়্যার ডেভেলপারদের একটি ওয়েবসাইট থেকে এটি বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে৷''

Bildnummer: 59221463 Datum: 14.02.2013 Copyright: imago/Rüdiger Wölk Nach einem Fernsehbericht über die Arbeitsbedingungen beim Internet Versandhaus Amazon kommt es zu Protesten (shitstorm) im Internet, insbesondere im Sozialen Netzwerk Facebook; Symbolbild, Amazon Logo und Dislike Button Wirtschaft premiumd x0x xsk 2013 quer Amazon Bildschirm Bundesrepublik Deutschland Computer Computer display Computer monitor Computer-Bildschirm Computerbildschirm Computermonitor Computerscreen DEU Deutschland E-Commerce Europa Europe Facebook Federal Republik of Germany GER Germany Internet Online Online-Buchhandlung Online-Shop Social Network Soziales Netzwerk Symbol Symbolbild Symbolfoto Unternehmen Versandhaus Wirtschaft economy screenshot 59221463 Date 14 02 2013 Copyright Imago Rüdiger Wölk after a TV above the Working conditions the Internet Mail-order house Amazon , it to Protests in Internet in particular in Social Network Facebook Symbol image Amazon emblem and Button Economy premiumd x0x xSK 2013 horizontal Amazon Screen Federal Germany Computer Computer Display Computer Monitor Computer Screen Computer screen Computer monitor Computer screen DEU Germany e Commerce Europe Europe Facebook Federal Republic of Germany ger Germany Internet Online Online Bookshop Online Shop Social Network Social Affairs Network symbol Symbol image Symbolic image Companies Mail-order house Economy Economy Screenshot
গত সপ্তাহে ফেসবুকে যে ক্ষতিকর সফটওয়্যার আঘাত হেনেছিল, অ্যাপলে সর্বশেষ হামলার সঙ্গে সেই সফটওয়্যারের মিল রয়েছে বলেও দাবি প্রতিষ্ঠানটিরছবি: imago stock&people

জাভা প্লাগ-ইনের দুর্বলতার কথা অনেকের জানা আছে এবং সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানটি চেষ্টা করছে, ম্যাক কম্পিউটারে ব্যবহৃত সব প্লাগ-ইন বিকল করে দিতে৷ গত মাসে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও হ্যাকিং ঠেকাতে সবাইকে ওয়েব ব্রাউজারে ব্যবহৃত জাভা প্লাগ-ইন বন্ধ করে দিতে বলেছে৷

তবে হামলা সত্ত্বেও কম্পিউটারে থাকা কোন ধরনের তথ্য চুরি হয়নি বলে জানিয়েছে অ্যাপল৷ স্টিভ জবস-এর এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘‘কোন তথ্য অ্যাপল ত্যাগ করেছে, এমন কোন ইঙ্গিত আমরা পাইনি৷ ক্ষতিকর সফটওয়্যারের উৎস সন্ধানে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি৷''

অ্যাপল হচ্ছে আইফোন, আইপ্যাড, আইপড এবং ম্যাকিনটশ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান৷ গত কয়েকদিন ধরে চলা বিভিন্ন মার্কিন সংস্থার উপর সাইবার হামলার সর্বশেষ শিকার হয়েছে এই প্রতিষ্ঠানটি৷ উত্তর ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘‘ফেসবুক এধরনের হামলার শিকার একমাত্র প্রতিষ্ঠান নয়৷ এটা পরিষ্কার যে, অন্যান্যরাও সম্প্রতি আক্রান্ত হয়েছে৷''

চলতি মাসের শুরুতে টুইটারও হ্যাকারদের আক্রমণের শিকার হওয়ার খবর জানিয়েছিল৷ আক্রমণকারীরা আড়াই লাখ টুইটার ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করতে সক্ষম হয়৷ এই বিষয়ে টুইটারের নিরাপত্তা পরিচালক বব লর্ড বলেন. ‘এই আক্রমণ কোন আনাড়ির কাজ নয়, এবং আমরা বিশ্বাস করি না যে, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা৷'

উল্লেখ্য, মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালও সম্প্রতি হ্যাকারদের আক্রমণের শিকার হওয়ার কথা জানায়৷ তবে তারা হামলাকারীরা চীনের বলে দাবি করে৷

এআই / এসবি (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য