আইএস নিয়ে কারা চাপ দিচ্ছে?
৯ নভেম্বর ২০১৫প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশকে ‘আফগানিস্তান বা পাকিস্তানের মতো' ব্যবহার করার জন্য সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যা ও হামলার পেছনে আইএস বা জঙ্গি গোষ্ঠী থাকার স্বীকারোক্তি দিতে ‘চাপ' আসছে৷'' তিনি বলেন, ‘‘তারা বাংলাদেশে প্রবেশ করতে চায়৷ আফগানিস্তান, পাকিস্তান বানাতে চায়৷ যে কোনো সময় হামলা চালাতে পারে৷''
ওয়ালিউর রহমান তাঁর ফেসবুকে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া কয়েকটি মন্তব্য শেয়ার করে ‘কিছু সত্য কথার জন্য' প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷
মাসুদ খান রেজা লিখেছেন, চাপ কারা দিচ্ছে সেটা উল্লেখ করেননি প্রধানমন্ত্রী৷ একই রকম প্রশ্ন করেছেন পলাশ রহমান৷ তিনি লিখেছেন, ‘‘...কে চাপ দিয়েছে? কোথায় চাপ দিয়েছে? কে হামলে পড়বে? কোথায় হামলে পড়বে? বাংলাদেশের উপর যদি কারো হামলে পড়ার ইচ্ছা থাকে তাহলে তারা কি উনার স্বীকার, অস্বীকারের জন্য অপেক্ষা করবে? উনি স্বীকার করলেই বাংলাদেশ অনিরাপদ, আর অস্বীকার করলেই দেশ নিরাপদ?''
পলাশ রহমান মনে করছেন, প্রধানমন্ত্রী চাপের কথা বলতে আসলে ‘সবদলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য' চাপের কথা বলতে চেয়েছেন৷
জুবায়ের আহমেদ লিখেছেন, প্রধানমন্ত্রী পিছটান দিয়েছেন৷ তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই বার বার জঙ্গির কথা বলে ‘মডারেট মুসলিম দেশ' বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের উপাধিতে ভূষিত করেছে৷ কিন্তু এখন হয়ত গদি রক্ষায় শেখ হাসিনা অন্য কথা বলছেন৷
প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ডয়চে ভেলের ফেসবুক পাতার বন্ধুদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল৷ নয়ন আহমেদ লিখেছেন, ‘‘বাংলাদেশে কোনো আইএস নাই সব মিথ্যা কথা....সরকার এ ব্যাপারে আরো কঠোর হবে বলে আমার বিশ্বাস৷'' দেবাশীষ ঘোষ মনে করেন, ‘‘অস্বাভাবিক কিছুই না৷ বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট তো এমন ইঙ্গিতই দিচ্ছে৷''
শামিউল ইসলাম লিখেছেন, ‘‘যেখানে সরকার ও সরকারের এমপি, মন্ত্রীরা আইএস বা জঙ্গি ছাড়া কথাই বলতে পারেন না সেখানে অস্বীকার করেও তো লাভ নাই৷'' নিয়ামুল ইসলাম লিখেছেন, ‘‘আইএস নেই, কিন্তু রাজনৈতিক সন্ত্রাসীদের অভাব নেই৷''
সংকলন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ
আইএস নিয়ে কারা চাপ দিচ্ছে বলে আপনার মনে হয়? জানিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে৷