1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর আর্থিক নেটওয়ার্ক ভাঙতে জার্মানিতে অভিযান

৩১ মে ২০২৩

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের অর্থ জোগানোর নেটওয়ার্ক ভাঙতে ব্যাপক অভিযান চালিয়েছে জার্মানির পুলিশ৷ কয়েকটি রাজ্যে চালানো এই অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

https://p.dw.com/p/4S16V
পুলিশ
ছবি: Marius Bulling/Ostalb Network/picture alliance

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কার্লসরুহের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের এক হাজারেরও বেশি সদস্য বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়েছে৷

অর্থ সংগ্রহ করা এবং তা আইএসের কাছে পৌঁছে দেবার অভিযোগে সাতজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে৷

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেফতারকৃত সাতজনের চারজন জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের৷ এছাড়া একজন করে বাডেন-ভ্যুর্টেমব্যর্গ, রাইনল্যান্ড-পালাটিনেট ও ব্রেমেন রাজ্যের৷

এদের অধিকাংশই জার্মান নাগরিক৷ এর মধ্যে পুরুষ ও নারী উভয়েই আছেন৷ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ তারা সবাই একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সদস্য৷ এই নেটওয়ার্ক আইএস সিরিয়াকে অর্থ যোগান দিত৷ টেলিগ্রামের মাধ্যমে এরা যোগাযোগ রাখতেন৷

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এই পদ্ধতিতে কমপক্ষে ৬৫ হাজার ইউরো (প্রায় ৭৪ লাখ টাকা) তারা সরবরাহ করেছেন৷ অভিযোগ রয়েছে, এই অর্থ সিরিয়ার কারাগারে বন্দি আইএস সদস্যদের জন্য ব্যবহার করা হয়েছে৷ এমনকি কোন কোন ক্ষেত্রে তাদের পালাতে সহায়তা করেছে৷

অভিযানটি এছাড়াও জার্মানির বার্লিন, বাভেরিয়া, হামবুর্গ, হেসে, থুরিঙ্গিয়া ও লোয়ার সাক্সনি রাজ্যে পরিচালিত হয়েছে৷ নেদারল্যান্ডসেও একটি বাড়িতে এই অভিযান চালানো হয়৷

‘ক্যাম্পে আপনারই বোন'- সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের শিরোনাম ব্যবহার করে বেশ কয়েক বছর ধরে অর্থ যোগাড় করা হচ্ছে৷

জার্মানির দণ্ডবিধি অনুযায়ী, ২০১৪ সাল থেকে কোন জার্মান নাগরিক, জার্মানিতে বসবাসকারী বা অবস্থানরত ব্যক্তি যদি আইএস এর সদস্য বা সমর্থনকারী হন তাহলে তা অপরাধ বলে গণ্য হবে এবং তিনি আইনের মুখোমুখি হবেন৷

জেডএ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য