‘আওয়ামী লীগ বিচার বিভাগে হস্তক্ষেপ করেনি’
২৫ জুন ২০১১‘রাজনীতিকদের জন্য সতর্কবার্তা'
অর্থপাচার মামলায় আরাফাত রহমান কোকো'র সাজা নিয়ে সরব গণমাধ্যম৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘এটা সুখকর নয়, রাজনীতিকদের জন্য সতর্কবার্তা: আশরাফ'৷ স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘‘দুর্নীতির দায়ে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সন্তানের শাস্তি হওয়া কারও জন্যই সুখকর নয়''৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘কোকোর সাজা, আওয়ামী লীগ বিচার বিভাগে হস্তক্ষেপ করেনি : আশরাফ'৷ কোকোর মামলার বিষয়ে ক্ষমতাসীন দল আদালতকে প্রভাবিত করেছে - এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন সৈয়দ আশরাফ৷ বরং তাঁর দাবি, ‘‘আওয়ামী লীগ এ নিয়ে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের কোনো চেষ্টাই করেনি''৷
‘আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি'
কোকোর সাজার আইনগত কোন ভিত্তি নেই বলে দাবি বিএনপি'র৷ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, ‘‘আসামীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি৷ মামলাটি সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী অবৈধ''৷ দৈনিক যুগান্তরসহ একাধিক পত্রিকা জানিয়েছে এই খবর৷ এছাড়া, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘আপিল করতে কোকোকে দেশে আসতে হবে: শফিক'৷ আইনমন্ত্রী শফিক আহমেদ শুক্রবার জানিয়েছেন, ‘‘এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে কোকোকে অবশ্যই দেশে আসতে হবে''৷
নারী নির্যাতন
দৈনি ইত্তেফাক এর শিরোনাম, ‘শাশুড়ি গায়ে কেরোসিন ঢালে, স্বামী দেয় আগুন'৷ নোয়াখালির এক গৃহবধুর শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে পাষণ্ড স্বামী৷ বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতনের শিকার হালিমা ইয়াসমিন রুমা৷ এই বিষয়ে মামলা দায়েরের পর সাতদিন পেরিয়ে গেলেও এখনো আটক হয়নি আসামী৷ এছাড়া রুমানা হত্যা চেষ্টায় স্বামী হাসান সাইদকে আরো একদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ৷ গত পাঁচ জুন সাইদের নির্মম নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুর৷ এতে তাঁর একটি চোখ নষ্ট হয়ে গেছে, অপর চোখের অবস্থাও মোটেই ভালো নয়৷ দৈনিক প্রথম আলো জানিয়েছে এই খবর৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়