সাক্ষাৎকার: আকরাম খান
১৩ এপ্রিল ২০১৬ডয়চে ভেলের অনুরোধে বাংলাদেশের একদিনের ক্রিকেট ইতিহাসের সেরা একাদশ (তাঁর দৃষ্টিতে) নির্বাচন করেন আকরাম খান৷ এই তালিকায় ওপেনিংয়ে আছে তামিম আর শাহরিয়ার হোসেন বিদ্যুতের নাম৷ এরপর একে একে মাঠে নামবেন সাকিব, মুশফিক, নান্নু, পাইলট, রফিকুল আলম (সাবেক অলরাউন্ডার), রফিক (স্পিনার), মাশরাফি, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন৷ সেরা একাদশের অধিনায়ক হিসেবে তিনি বেছে নিয়েছেন মাশরাফিকে৷ দ্বাদশ খেলোয়াড় হিসেবে তালিকায় রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদের নাম৷
ইএসপিএনক্রিকইনফো ডটকম ওয়েবসাইটে আকরাম খানকে বাংলাদেশ ক্রিকেটের ‘প্রথম আসল নায়ক' হিসেবে অভিহিত করা হয়েছে৷ তবে সেরা একাদশে নিজের নাম না থাকা প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘‘তালিকা আমি করেছি, সেখানেতো আমার নাম রাখতে পারি না৷''
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আকরাম খান৷ কবে বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আইসিসির ব়্যাংকিং-এ চার-পাঁচ নম্বরে থাকলে বিশ্বকাপ জেতার আশা করা যায়৷ ক্রিকেটকে এগিয়ে নিতে এখন যেভাবে কাজ হচ্ছে তাতে খুব শিগগির ব়্যাংকিংয়ে বাংলাদেশের স্থান উপরে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি৷'' উল্লেখ্য, একদিনের ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এখন সাত নম্বরে৷
আকরাম খান বলেন, ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার আগে বাংলাদেশে ফুটবল ছিল এক নম্বর খেলা৷ এরপর ক্রিকেট সেই স্থানটি দখল করে৷ ফলে ক্রিকেট এখন বেশ জনপ্রিয়৷ এই ব্যাপারটি ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখছে৷ গ্রামে-গঞ্জে সব জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে৷ পৃষ্ঠপোষকতাও আগের চেয়ে বেড়েছে৷ আকরাম খান বলেন, ‘‘বাংলাদেশে এখন বয়সভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷ সেখান থেকে খেলোয়াড় বাছাই করে তাদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে৷'' এ প্রসঙ্গে তিনি বর্তমানে সারা দেশে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-১৫ ক্রিকেট প্রতিযোগিতার কথা উল্লেখ করেন৷
আকরাম খান বলেন, ‘‘বিদেশি কোচ ও বিদেশি ব্যবস্থাপনার তত্ত্বাবধানে অ্যাকাডেমি ও ‘এ' টিমের ক্রিকেটারদের নিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়৷ এছাড়া বাংলাদেশে অনেকগুলো টুর্নামেন্ট হয়৷ যেমন দেশের আটটি বিভাগ নিয়ে ফার্স্ট ডিভিশনের খেলা হয় (চারদিনের ম্যাচ)৷ সেখানে যারা ভালো খেলে তাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি করে আবার চারদিনের ম্যাচের টুর্নামেন্ট করা হয়৷''
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আবেগ ক্রিকেটারদের জন্য ইতিবাচক বলেই মনে করেন আকরাম খান৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের মানুষের জন্য আসলে বিনোদনের খুব একটা উৎস নেই৷ বাংলাদেশের অর্জনের, বাংলাদেশিদের ভালো লাগার একটি বড় অংশ আসে ক্রিকেট থেকে৷ তাই ক্রিকেটকে ঘিরে এমন সমর্থন থাকবে৷ একজন ক্রিকেটারকে সেই চাপ নেবার ক্ষমতা থাকতে হবে৷''
সাক্ষাৎকারটি শুনলেন? কেমন লাগলো জানালে খুব খুশি হবো আমরা৷ তাই লিখুন নীচের ঘরে৷