1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ত্রীসহ পাঁচজনকে হত্যা

১৬ নভেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে বন্দুক চালিয়ে পাঁচজনকে খুন করার এক দিন পর সেই বন্দুকধারীর স্ত্রীকে নিহত অবস্থায় পাওয়া গেছে৷ ধারণা করা হচ্ছে, স্কুলে হামলা চালানোর আগের রাতেই তাকে খুন করা হয়৷

https://p.dw.com/p/2njNb
 ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুক হামলা
ছবি: picture-alliance/AP Photo/R. Pedronchelli

বন্দুকধারীর ঘরের মেঝের নিচ থেকে তার স্ত্রীর মৃতদেহ পাওয়া যায়৷ পুলিশের ধারণা, কেভিন জনসন নীল সোমবার রাতে তাঁকে গুলি করে হত্যা করে এবং পরের দিন সকালে এলাকায় হামলা চালায়৷ ‘‘আমাদের ধারণা, এভাবেই পুরো ঘটনাটা শুরু হয়েছিল'' বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্থানীয় পুলিশের সহকারী শেরিফ ফিল জনস্টন৷

১৪ নভেম্বর রাঞ্চো তেহমা রিজার্ভের এলিমেন্টারি স্কুলে হামলা চালান কেভিন নীল৷ তার আগে তিনি শহরের বিভিন্ন জায়গায় হামলা চালান৷ এতে মারা যায় ৪ জন, আহত হয় অন্তত ১০ জন৷ পরে স্কুলে হামলা চালানো হলে নিহত হয় আরো ১ জন৷  প্রায় ২৫ মিনিট ধরে এ তান্ডব চলে৷ নিহতদের মধ্যে দু'জন কেভিনের প্রতিবেশী৷ পুলিশের ধারণা, এদের হত্যা করার পরই এলোপাথাড়ি গুলি চালানো শুরু করেন কেভিন৷

এ ঘটনায় কোনো শিশু নিহত হয়নি৷ স্কুল কর্তৃপক্ষের তড়িৎ সিদ্ধান্তের ফলে হতাহতের সংখ্যা অনেক কম৷ যদিও এ হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায় নি, তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তি ও প্রতিবেশীদের সাথে ঝামেলার জেরে এমন ঘটনা ঘটেছে৷

হামলাকারীর বোন শেরিডান ওর বলেন, ‘‘কেভিনের মানসিক সমস্যা ছিল এবং প্রায়ই সে উগ্র আচরণ করতো৷'' তিনি জানান,  কয়েক সপ্তাহ আগে কেভিন তার উদ্ভট ব্যবহারের জন্য চাকরিচ্যুত হন৷ এর আগে ফেব্রুয়ারি মাসে এক প্রতিবেশীকে ছুরিকাঘাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে৷ আদালত সূত্রে জানা যায়, ওই ঘটনার পর বন্দুক রাখার দায়ে তাকে জেলও খাটতে হয়৷

ক্যালিফোর্নিয়ার এ হামলার মাত্র দু'সপ্তাহ আগেটেক্সাসের এক গির্জায় বন্দুকধারীর হামলায় ২৬ জন মারা যায়৷ গত মাসে লাস ভেগাসে আরেক বন্দুকধারীর হামলায় নিহত হয় ৫৮ জন৷

আরএন/এসিবি ( এএফপি, ডিপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য