কলোরাডো হত্যাকাণ্ড
২৪ জুলাই ২০১২‘ব্যাটম্যান' ছবির ধারাবাহিকের তৃতীয় পর্ব ‘দ্য ডার্ক নাইট রাইজেজ' এর মধ্যরাতের প্রদর্শনীর সময় প্রেক্ষাগৃহে ঢুকে হত্যাকাণ্ড ঘটায় জেমস হোমস৷ এতে ১২ জন মারা যান৷ আহত হন আরো ৫৮ জন৷ শুক্রবার মধ্যরাতের এই ঘটনার পরপরই সিনেমা হলের পেছনে নিজের গাড়ি থেকে আটক হয় হোমস৷ এরপর থেকে অ্যারাপাহো কাউন্টি জেলখানায় রাখা হয়েছে হোমস'কে৷
হত্যাকাণ্ডের পর থেকেই এর পেছনের ঘটনা এবং কারণ খুঁজতে অভিযানে নেমে যায় মার্কিন পুলিশ৷ হোমস তার বাসস্থানকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র-শস্ত্র দিয়ে মৃত্যু ফাঁদ পেতে রেখেছিল৷ যাতে করে ঘটনার পর সেখানে পুলিশ তল্লাশি করতে গেলেই আরো এক নারকীয় ঘটনার সৃষ্টি হয়৷ তবে পুলিশ খুব সাবধানে এক দিন ধরে সেই বাড়ির সব মৃত্যুজাল নিস্ক্রিয় করে৷
সপ্তাহান্তের অভিযান শেষে সোমবার অ্যারাপাহো কাউন্টি জেলা আদালতে হোমস'কে হাজির করা হয়৷ ফলে আদালতেই মানুষ প্রথম দেখতে পায় ২৪ বছর বয়সি হোমস'এর নির্বিকার অবসাদ চেহারা৷ এসময় তার মাথায় লাল রং করা চুল দেখা গেছে৷ সে চুলে লাল রং করে মূলত ‘ব্যাটম্যান'এর শত্রু ‘দ্য জোকার' সেজেছিল৷ আদালতে হোমস কোনো কথাই বলেনি৷ বরং মাঝেমাঝেই যেন অবসাদে তার মাথা নীচে ঝুলে পড়ছিল এবং চোখ বুঁজে আসছিল৷
হোমস'এর বিরুদ্ধে ১২ জনকে হত্যা করার এবং আহত ৫৮ জনকে হত্যার চেষ্টা করার অভিযোগ আনা হবে বলে মনে করা হচ্ছে৷ এছাড়া সে তার নিজের বাড়িতে যে মৃত্যু ফাঁদ পেতেছিল সেটির জন্যও দোষী সাব্যস্ত হতে পারে হোমস৷ সরকারি কৌঁসুলিরা আগামী কয়েক সপ্তাহ নিহতদের স্বজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন যে, তাঁরা হোমস'এর মৃত্যুদণ্ডের আবেদন করবেন কিনা৷ অ্যারাপাহো কাউন্টি'র কৌঁসুলি ক্যারল চেম্বার্স বলেন, ‘‘এ ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনদের মতামত গ্রহণ করবো৷''
এদিকে, কলোরাডো হত্যাকাণ্ডের পর অ্যামেরিকার অস্ত্র আইন নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে৷ নিউ ইয়র্ক শহরের মেয়র মাইকেল বুমবের্গ প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি উভয়ের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁদের নির্বাচনি বক্তব্যে এ ব্যাপারে নিজেদের স্পষ্ট অবস্থান তুলে ধরার জন্য৷ বুমবের্গ বলেন, ‘‘পরবর্তী প্রেসিডেন্টের চার বছরের মেয়াদে বন্দুকের গুলিতে অন্তত ৪৮ হাজার মানুষ প্রাণ হারাবে৷ ফলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ তাই ভোটের আগেই মানুষকে জানানো হোক যে, এই আইনের ব্যাপারে তাঁরা কী করবেন৷''
এএইচ / ডিজি (এএফপি, এপি)