আন্নাকে ভারতের প্রধানমন্ত্রীর গদিতে বসাতে চায় তরুণ প্রজন্ম
১৯ আগস্ট ২০১১আন্না হাজারে৷ ভারত কেন, দক্ষিণ এশিয়ায় এবং এমনকি বিশ্বের বহু দেশের মিডিয়াতে এখন এই ভারতীয় সত্যাগ্রহীর নাম বেশ পরিচিত৷ প্রথম দফায় অনশনে বসে তিনি বেশ হৈচৈ ফেলে দিয়েছিলেন৷ সে সময় কিছুটা ঘাড় পাততে হয়েছিল কেন্দ্র সরকারকে৷ তারা চেষ্টা করে দ্বিতীয় দফার অনশনের রাস্তা বন্ধ করতে৷ কিন্তু ক্রমবর্দ্ধমান জনসমর্থনের চাপে নতুন করে তিনি অনশনে বসতে চাওয়ার পর কেন্দ্র সরকার প্রথমে জেলবন্দি করেও পরে তাঁকে ১৪ দিন অনশনে বসার অনুমতি দিতে রাজি৷
প্রশ্ন হল, আন্নার জন্য এই যে বিপুল পরিমাণ জনসমর্থন, বিশেষ করে তরুণ প্রজন্মের এই আন্নার প্রতি আগ্রহ, এটা কেন৷ এরই জবাব খুঁজতে গিয়ে কলকাতার এক আন্না সমর্থিকা, সেঁজুতি ঘোষের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, লোকপাল বিলের সমর্থনের প্রশ্ন প্রথমেই৷ জনপ্রতিনিধিদের দুর্নীতি রুখতে যে আইন প্রয়োজন বলে মনে করছেন তরুণ-তরুণীরা৷
আন্নাকে সমর্থনের প্রশ্নে এই তরুণীর জবাবটি বেশ স্পষ্ট৷ বলছেন, আন্না কোনো রাজনৈতিক দলের মানুষ নন৷ তিনি একজন সাধারণ ভারতীয়৷ সেভাবে কেউ এ পর্যন্ত উঠে এসে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেন নি, সরকারের দুর্নীতির অবসান চাই৷ এই সরাসরি স্পষ্ট কথাটাই তাঁদের মন কেড়েছে৷ আর রয়েছে, আন্নার চেহারায়, হাবেভাবে মহাত্মা গান্ধীর ছায়া৷ জাতির জনকের ছায়া একজন সাধারণ মানুষের মধ্যে দেখতে পেলে, সেই তেজ, সেই সত্যাগ্রহের চেহারা দেখা গেলে তরুণদের কাছে তা তো আকর্ষণের আকর হয়ে উঠবেই৷
আন্নাকে কোথায় দেখতে চান? এ প্রশ্নেরও সাফ জবাব দিয়ে সেঁজুতি বলে দিলেন তাঁর প্রজন্মের সকলের মনের কথা৷ ‘আন্নাকে দেখতে চাই প্রধানমন্ত্রীর আসনে৷' সেক্ষেত্রে প্রশাসনিক দুর্নীতি নাকি কমবে৷ আর আন্না সমর্থকদের বিশ্বাস, হাতে ক্ষমতা পেলে তিনি আর কিছু না পারুন, তার অপব্যবহার করবেন না৷
কিন্তু, সেই পথ কী এতোটাই সহজ? আগামীর ভবিষ্যত অবশ্যই এর উত্তর দেবে৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: দেবারতি গুহ