আফগানদের সরকারও মারছে
১৯ সেপ্টেম্বর ২০১৯দেশটির পূর্বাঞ্চলীয় নাঙ্গাহার রাজ্যের খোগায়ানি জেলার ওয়াজির তাঙ্গি এলাকার এক মাঠে এই হামলা চালানো হয়৷ সেই সময় কৃষকরা ক্ষেতে কাজ শেষে বনফায়ার আয়োজনে ব্যস্ত ছিলেন৷
আইএস-এর একটি ঘাঁটি হামলার লক্ষ্য ছিল বলে রয়টার্সকে জানিয়েছেন তিন সরকারি কর্মকর্তা৷ কিন্তু অপ্রত্যাশিতভাবে কৃষকরা এর শিকার হন বলে দাবি তাঁদের৷
আফগান ও মার্কিন বাহিনী যৌথভাবে হামলাটি চালিয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়৷
তালেবানের হামলা
নাঙ্গাহারে হামলার কয়েক ঘণ্টা পর দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে আত্মঘাতী হামলা চালায় তালেবান৷ এতে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ৷ হামলায় একটি হাসপাতালের কিছু অংশ ও কয়েকটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে৷
এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট প্রার্থী আশরাফ গনির জনসভায় হামলা করেছিল তালেবান৷ এতে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছিলেন৷
আগামী ২৮ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ ঐ নির্বাচন অনুষ্ঠান ব্যাহত করার ঘোষণা দিয়েছে তালেবান৷
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর মারমুখী হয়ে উঠেছে তালেবান৷
জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি)