1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাগসেসে পুরস্কার

২৫ জুলাই ২০১৩

আফগানিস্তানে থেকে, সংখ্যালঘু জনগোষ্ঠীর দরিদ্র পরিবারের সদস্য হয়েও মানবকল্যাণেই নিজের জীবন কাটিয়ে যাচ্ছেন হাবিবা সারাবি৷ মিয়ানমারের লাপাই সেং রা-র গল্পটাও সেরকম৷ এই দুই সাহসি মানবদরদিই জিতেছেন এবারের মাগসেসে পুরস্কার৷

https://p.dw.com/p/19Do1
Bildergalerie Frauen Umweltschutzছবি: STEPHEN JAFFE/AFP/Getty Images

ফিলিপিন্সের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন রামন ডেল মাগসেসে৷ ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় মারা যান তিনি৷ এর পরের বছর থেকেই শুরু হয় জনপ্রিয় এই ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এশিয়ার দেশগুলো থেকে বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিদের পুরস্কৃত করা৷ পুরস্কার দেয়া হয় প্রয়াত প্রেসিডেন্টের নামানুসারে৷ এ বছর সেই মাগসেসে পুরস্কার পাচ্ছেন আফগানিস্তানের প্রথম এবং একমাত্র নারী রাজ্য গভর্নর হাবিবা সারাবি, মিয়ানমারের ৬৪ বছর বয়সি বিধবা সমাজকর্মী লাপাই সেং রা এবং ফিলিপিন্সের এক চিকিৎসাশাস্ত্র গবেষক আর্নেস্টো দোমিংগো৷ এছাড়া, মানবপাচারের শিকারদের নিয়ে গড়া মানবপাচার বিরোধী নেপালি সংগঠন ‘শক্তি সমূহ' আর ইন্দোনেশিয়ার দুর্নীতি বিরোধী সংস্থা কোমিসি পামবেরানতাসান কোরুপসিকেও দেয়া হবে এ পুরস্কার৷

আফগানিস্তান ও মিয়ানমারের দুই নারীর মাগসেসে জয় বাকিদের তুলনায় একটু অন্যরকম৷ গুলি বা বোমা হামলায় বলতে গেলে প্রতিদিনই মানুষের মৃত্যু হয় – এমন দেশ আফগানিস্তানে সংখ্যালঘু হাজারো জনগোষ্ঠীর প্রতিনিধি হাবিবা সারাবি কাজ করেন তালেবানের চোখ রাঙানিকে পাত্তা না দিয়েই৷ নারী শিক্ষা এবং নারী উন্নয়নে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হবে বামায়ান রাজ্যের গভর্নর হাবিবাকে৷ আর ফিলিপিন্সের বিধবা লাপাই সেং রা এ স্বীকৃতি পাচ্ছেন স্বাস্থ্য ও কৃষি খাত এবং শান্তি রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য৷

আগামী ৩১শে আগস্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য