মাগসেসে পুরস্কার
২৫ জুলাই ২০১৩ফিলিপিন্সের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন রামন ডেল মাগসেসে৷ ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় মারা যান তিনি৷ এর পরের বছর থেকেই শুরু হয় জনপ্রিয় এই ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এশিয়ার দেশগুলো থেকে বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিদের পুরস্কৃত করা৷ পুরস্কার দেয়া হয় প্রয়াত প্রেসিডেন্টের নামানুসারে৷ এ বছর সেই মাগসেসে পুরস্কার পাচ্ছেন আফগানিস্তানের প্রথম এবং একমাত্র নারী রাজ্য গভর্নর হাবিবা সারাবি, মিয়ানমারের ৬৪ বছর বয়সি বিধবা সমাজকর্মী লাপাই সেং রা এবং ফিলিপিন্সের এক চিকিৎসাশাস্ত্র গবেষক আর্নেস্টো দোমিংগো৷ এছাড়া, মানবপাচারের শিকারদের নিয়ে গড়া মানবপাচার বিরোধী নেপালি সংগঠন ‘শক্তি সমূহ' আর ইন্দোনেশিয়ার দুর্নীতি বিরোধী সংস্থা কোমিসি পামবেরানতাসান কোরুপসিকেও দেয়া হবে এ পুরস্কার৷
আফগানিস্তান ও মিয়ানমারের দুই নারীর মাগসেসে জয় বাকিদের তুলনায় একটু অন্যরকম৷ গুলি বা বোমা হামলায় বলতে গেলে প্রতিদিনই মানুষের মৃত্যু হয় – এমন দেশ আফগানিস্তানে সংখ্যালঘু হাজারো জনগোষ্ঠীর প্রতিনিধি হাবিবা সারাবি কাজ করেন তালেবানের চোখ রাঙানিকে পাত্তা না দিয়েই৷ নারী শিক্ষা এবং নারী উন্নয়নে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হবে বামায়ান রাজ্যের গভর্নর হাবিবাকে৷ আর ফিলিপিন্সের বিধবা লাপাই সেং রা এ স্বীকৃতি পাচ্ছেন স্বাস্থ্য ও কৃষি খাত এবং শান্তি রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য৷
আগামী ৩১শে আগস্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷
এসিবি/ডিজি (এএফপি)