মার্কিন সৈন্য প্রত্যাহার
১১ জুন ২০১৩আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত অবশ্য নতুন নয়৷ সম্প্রতি আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বারাক ওবামার বৈঠকে প্রত্যাহারের প্রক্রিয়া ত্বরান্বিত করার সিদ্ধান্ত হয়৷ ৩৪ হাজার মার্কিন সৈন্যকে দেশে ফেরানোর সিদ্ধান্ত ওই বৈঠকেরই সুফল৷ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দৃষ্টিকোণ থেকেই মঙ্গলবার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে সৈন্য ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করবেন ওবামা৷ প্রত্যাহার প্রক্রিয়া কবে শুরু হবে, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি৷ তবে ন্যাটো বাহিনীকেও সরিয়ে নেয়ার পর আগামী বছরের শেষ নাগাদ আফগানিস্তানের ১১ বছর ধরে চলমান যুদ্ধ শেষ বলেই ধরে নেয়া হবে৷
কিন্তু আসলে কি শেষ হবে যুদ্ধ? সোমবার ভোরে আফগানিস্তানের প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছে তালেবান৷ হামলাকারী সাত তালেবানকে হত্যা করে অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়৷ আগামী বছর দেশ পূর্ণ নিয়ন্ত্রণের ভার আফগান সেনাবাহিনীর ওপর এলে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে কিনা সেটাই এখন প্রশ্ন৷ পাশাপাশি প্রশ্ন রয়েছে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া নিয়েও৷ ৩৪ হাজার সৈন্য প্রত্যাহার করে নিলে প্রায় সমান মার্কিন সৈন্য তারপরও আফগানিস্তানে থাকবে৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বাকি সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত খুব দেখেশুনেই নেবেন ওবামা৷ পরিস্থিতি খারাপের দিকে গেলে প্রত্যাহার প্রক্রিয়া মন্থর করা যাবে, সব ঠিকমতো চললে নিয়মিত বিরতিতে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করা হবে সৈন্য প্রত্যাহারের কাজ৷
এসিবি / এসবি (রয়টার্স)