আফগানিস্তানে ফিরলেন নীল নয়না
১১ নভেম্বর ২০১৬১৯৮৪ সালে পাকিস্তানের এক উদ্বাস্তু শিবিরে ১২ বছরের আফগান কিশোরী শরবত গুলা'র ছবি তুলেছিলেন মার্কিন আলোকচিত্রী স্টিভ ম্যাককারি৷ ছবিটি ন্যাশনাল জিওগ্র্যাফিকের প্রচ্ছদ হয়েছিল৷ আর সেই ছবি ছাপা হওয়ার পর থেকে শরবত গুলা সারা বিশ্বেই পরিচিত৷ কিশোরী শরবতের বিস্ফারিত সবুজ চোখে এমন কিছু একটা ছিল, যা ভোলার নয়৷
ম্যাককারি ১৭ বছর ধরে খোঁজখবর করার পর আবার শরবত গুলার খোঁজ পান ২০০২ সালে, আফগানিস্তানের এক প্রত্যন্ত গ্রামে৷ শরবত গুলা তখন এক রুটি তৈরি কারিগর, অর্থাৎ তন্দুরওয়ালার স্ত্রী ও তিন সন্তানের জননী৷
পরে শরবত গুলা তাঁর স্বামীর সঙ্গে পেশাওয়ারে যান৷ সেখানেই গত অক্টোবরে তাঁকে গ্রেপ্তার করা হয় পাকিস্তানি আইডি কার্ড জাল করার দায়ে৷ পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি ‘ফিয়া' নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাড়িতে ঢুকে খানাতল্লাসি করে ও দরকারি কাগজপত্র ছাড়া ২,৮০০ ডলার নিয়ে যায় বলে অভিযোগ করেছেন গুলার দেবর শাহশাদ খান৷ গুলাকে পেশাওয়ারের কারাগারে রাখা হয়েছিল৷ শাহশাদ খান বলেন, ‘‘গুলা উদ্বাস্তু হতে পারেন না; তিনি বৈধভাবে পাকিস্তানে রয়েছেন, কেননা তিনি শাহশাদ খানের ভাই রহমত খানের বিবাহিত পত্নী৷'' প্রসঙ্গত, রহমতের জন্ম পাকিস্তানে৷ তিনি পাঁচ বছর আগেই পরলোকগমন করেছেন৷
কিন্তু অভিযোগ ওঠেছে শরবত গুলা অবৈধভাবে পাকিস্তানে বসবাস করছেন৷ তার পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র অবৈধ বলে তাকে আটক করা হয়েছিল৷ এরপরই তাকে আফগানিস্তানের কাছে হস্তান্তর করা হয়৷
এপিবি/ডিজি