1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে হামলা

১৭ এপ্রিল ২০১২

রবিবার কাবুল সহ দেশের একাধিক প্রান্তে তালেবান হামলার জন্য ওয়াশিংটন পাকিস্তান-ভিত্তিক হাক্কানি নেটওয়ার্ক’কে দায়ী করছে৷ তাদের দমন করতে পাকিস্তানের উপর চাপ বাড়ছে৷

https://p.dw.com/p/14f7A

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের সাম্প্রতিক হামলা দেখিয়ে দিয়েছে, ন্যাটো ও আফগান বাহিনী এখনো খোদ রাজধানীকেই নিরাপদ রাখতে সক্ষম নয়৷ রবিবার প্রায় ১৮ ঘণ্টা ধরে তালেবান যোদ্ধারা যে তাণ্ডব দেখালো, তার প্রেক্ষিতে শুরু হয়ে গেছে দোষারোপের পালা৷ আফগান প্রেসিডেন্ট হামিদ কার্জাই আফগান গোয়েন্দা সংস্থা ও ন্যাটো'র ব্যর্থতার কথা বলেছেন৷ ওয়াশিংটন এই ঘটনার জন্য পাকিস্তান-ভিত্তিক হাক্কানি নেটওয়ার্ক'কে দায়ী করছে৷ রবিবারের হামলার জন্য আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও হাক্কানি নেটওয়ার্ক'কে সন্দেহ করছে৷ দক্ষিণে নানগারহার প্রদেশে হামলার সময় আটক হওয়া এক উগ্রবাদীও নাকি এই অভিযোগ স্বীকার করেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বেসমিল্লাহ মহম্মদি৷

Afghanistan Taliban Angriff in Kabul
কাবুলে তালেবানের হামলাছবি: DW

হাক্কানি নেটওয়ার্ক'এর সঙ্গে তালেবানের ঘনিষ্ঠতা, পাকিস্তানের মাটিতে তাদের আধিপত্যের মতো বিষয়কে কেন্দ্র করে মার্কিন প্রশাসন ও পাকিস্তানের মধ্যে বহুকাল ধরে টানাপোড়েন চলছে৷ পাকিস্তানের সরকার, সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই'এর সঙ্গে এই গোষ্ঠীর কতটা ঘনিষ্ঠতা রয়েছে, তা নিয়ে নানারকম তত্ত্ব রয়েছে৷ হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে অত্যন্ত সক্রিয় ও শক্তিশালী৷

Afghanistan Kabul Anschlag Botschaftsviertel
দূতাবাস এলাকায় বসানো হয় চরম নিরাপত্তা ব্যবস্থাছবি: Reuters

কাবুলে হামলার পর মার্কিন প্রশাসনের একাধিক কর্তাব্যক্তি বক্তব্য রেখেছেন৷ প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা নিজে বলেছেন, গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী হাক্কানিরা এমন এক হামলার ষড়যন্ত্র করছিল৷ তবে ওয়াশিংটন এখনো সরাসরি এই হামলার ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগাযোগের অভিযোগ তোলে নি৷ মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসে বলেন, ‘‘এই হামলা পাকিস্তান থেকে চালানো হয়েছিল, এমন ইঙ্গিত করতে আমরা প্রস্তুত নয়৷''

রবিবারের হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে টেলিফোনে কথা বলেন৷ উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যৌথ দায়িত্বের উল্লেখ করেন ক্লিন্টন৷ পাকিস্তানের সঙ্গে অ্যামেরিকার পরবর্তী দফার সংলাপের বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়৷ ব্রাজিল সফরের সময় ক্লিন্টন আরও বলেন, তিনি পাকিস্তানের উদ্দেশ্যে হাক্কানি নেটওয়ার্কের উপর আরও চাপ সৃষ্টি করার ডাক দিচ্ছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, (রয়টার্স, এএফপি)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য