1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানের মূল বিমানঘাঁটি থেকে সরে গেল যুক্তরাষ্ট্র

২ জুলাই ২০২১

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনারা দেশটির বাগরামে অবস্থিত বিমানঘাঁটি ত্যাগ করেছে৷ প্রায় ২০ বছর সেখানে অবস্থানের পর শুক্রবার নিজ সেনাদের সরিয়ে আনে যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/3vvEF
গত ১ জুলাই বাগরাম ঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি বিমান অবতরণের ছবি৷ ছবি: Wakil Kohsar/AFP/Getty Images

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনারা দেশটির বাগরামে অবস্থিত বিমানঘাঁটি ত্যাগ করেছে৷ আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণার অংশ হিসেবে মার্কিন সেনারা ঘাঁটিটি ত্যাগ করেন৷ প্রায় ২০ বছর সেখানে অবস্থানের পর শুক্রবার নিজ সেনাদের সরিয়ে আনে যুক্তরাষ্ট্র৷ 

কাবুল থেকে ৪০ কিলোমিটার দুরে অবস্থিত বাগরামের এ ঘাঁটিটি ছিল মার্কিন সেনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি৷ এখান থেকে তালেবান ও জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করা হতো৷ 

আফগানিস্তানে লড়াই কি তবে শেষ?

নাম প্রকাশ না করার শর্তে এক  মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আফগানিস্তানে নিযুক্ত যৌথবাহিনীর সব সদস্য বাগরাম ঘাঁটি ত্যগ করেছে৷

বাগরামের এ ঘাঁটিটি আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷

আফগানিস্তান থেকে ধীরে ধীরে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে জোটবাহিনী৷ গত সপ্তাহ পর্যন্ত ১৯টি দেশ আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়৷ ইতিমধ্যে জার্মানি, ইটালি ও পর্তুগাল সেখান থেকে সব সৈন্য ফিরিয়ে এনেছে৷

এদিকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে বিভিন্ন দেশের সেনা প্রত্যাহারের ঘোষণার পর উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা৷ তাদের দাবি, এর ফলে দেশটিতে তালেবানরা শক্তিশালী হয়ে উঠতে পারে

আরআর/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান