ফিরছেন পুটিন
৬ মার্চ ২০১২পুটিন প্রথমবার ক্রেমলিনে যান ২০০০ সালে৷ বলা যায়, তখন থেকে এখন পর্যন্ত পুটিনই রাশিয়া শাসন করছেন৷ এর মধ্যে ২০০৮ সাল পর্যন্ত দুই দফায় প্রেসিডেন্ট ছিলেন৷ এরপর নিয়মের কারণে আর প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারেন নি৷ তবে ক্ষমতা হাতে রাখার জন্য প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেন নিজের একনিষ্ঠ সহকারী দিমিত্রি মেদভেদেভকে৷ আর প্রতিদান হিসেবে পুটিনকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন মেদভেদেভ৷ তখনই বোঝা গিয়েছিল চার বছর পর আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি'র সাবেক কর্মকর্তা পুটিন৷ মাঝখানে অবশ্য পুটিন আর মেদভেদেভের মধ্যে কিছুটা রেষারেষির গুঞ্জন শোনা যাচ্ছিল৷ বলা হচ্ছিল মেদভেদেভ আরও এক দফা প্রেসিডেন্ট থাকতে চান৷ কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল পুটিনকেই দলের প্রেসিডেন্ট প্রার্থী করা হয়েছে৷
রবিবারের নির্বাচনের আগে গত ডিসেম্বরে রাশিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সে নির্বাচনে ব্যাপক কারচুরি অভিযোগ আনে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা৷ সমালোচনা আসে পশ্চিমা বিশ্ব থেকেও৷ এছাড়া রাশিয়ার বিরোধীরাও রাস্তায় বিক্ষোভ শুরু করে৷ ধীরে ধীরে তার পরিধিও বাড়তে থাকে৷ ফলে ধারনা করা হচ্ছিল এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করা পুটিনের জন্য হয়তো কিছুটা কঠিন হবে৷ কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে তিনি ৬৪ শতাংশ ভোট পেয়েছেন৷ আর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ১৮ শতাংশ ভোট৷
এদিকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে প্রতিদ্বন্দ্বিরা৷ বলা হচ্ছে, অনেক ভোটারের অনুপুস্থিতিকে কাজে লাগিয়ে একজন ভোটারই অনেকগুলো ভোট দিয়েছেন৷ তবে দেশটির নির্বাচন কমিশন বলছে ভোট মোটামুটি সুষ্ঠুই হয়েছে৷ আর ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ওএসসিই বলছে, যে পরিবেশে ও পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেটা পুরোপুরি পুটিনের পক্ষে ছিল৷ এক বিবৃতিতে সংস্থাটি বলছে, প্রায় এক তৃতীয়াংশ ভোটকেন্দ্রে গণনা নিয়ে সন্দেহ রয়েছে৷ তবে অন্যান্য প্রেসিডেন্ট প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার চালাতে পেরেছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই সংস্থাটি৷
এদিকে নির্বাচনের ফল মোটামুটি নিশ্চিত হওয়ার পরই পুটিনকে অভিনন্দন জানান রাশিয়ার ঘনিষ্ঠজনরা৷ যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগো চাবেস, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও৷ অভিনন্দন জানিয়েছে সিরিয়াও৷ রাশিয়ার সঙ্গে সিরিয়ার সম্পর্ক বেশ গভীর৷ তাই সিরিয়ায় সাধারণ জনগণের উপর সরকারি নির্যাতন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নেয়া উদ্যোগে ভেটো দিয়েছে রাশিয়া৷
জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেছেন জার্মানি রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চায়৷ এজন্য পুটিনের সঙ্গে মিলে কাজ করতে চায় জার্মানি, বলেন ভেস্টারভেলে৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল পুটিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে জানা গেছে৷
নির্বাচনে জয়ী হওয়ার পর ক্রেমলিনের পাশে অনুষ্ঠিত এক জনসমাবেশে বক্তব্য রাখেন পুটিন৷ পাশে ছিলেন প্রেসিডেন্ট মেদভেদেভ৷ এসময় পুটিনের চোখ অশ্রুসিক্ত৷ রাশিয়ার ‘শক্তিশালী মানুষ' বলে পরিচিত পুটিনের চোখে পানি দেখে অনেকেই অবাক হয়েছেন৷ অবশ্য পুটিন পরে বলেছেন ঠাণ্ডা বাতাসের কারণে এমনটা হয়েছে৷ সমাবেশে প্রায় লক্ষাধিক পুটিন সমর্থক উপস্থিত ছিলেন৷
এবার জয়ের ফলে পুটিন ছয় বছর প্রেসিডেন্ট থাকতে পারবেন৷ তবে ধারণা করা হচ্ছে এরপর আবারও তিনি নির্বাচন করবেন এবং জিতবেন৷ ফলে মোট ১২ বছরের জন্য তিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে৷ আগামী মে মাসের শুরুর দিকে পুটিনের শপথ নেয়ার কথা রয়েছে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ