1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবু সুফিয়ানকে ব্লগারদের অভিনন্দন

২৭ জুন ২০১২

ডিডাব্লিউ’র সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার রিপোটার্স উইদাআউট বডার্স ক্যাটেগরিতে পুরস্কার জয় করেছে আবু সুফিয়ান’এর ব্লগ৷ জার্মানির বন শহরে গ্লোবাল মিডিয়া ফোরামে এ পুরস্কার গ্রহণ করেন সুফিয়ান৷ তাঁকে স্বাগত জানান ব্লগাররা৷

https://p.dw.com/p/15Lse
ছবি: DW/Danetzki

ডিডাব্লিউ'র ব্লগ প্রতিযোগিতায় সুফিয়ান'এর ব্লগের জয়ের খবর সবার জানা৷ গত এপ্রিলে বার্লিনে জুরিমন্ডলীর বৈঠকের পর এই জয়ের খবর জানা যায়৷ এই প্রথম কোনো বাংলা ব্লগার বব্স'এর মিশ্র ক্যাটেগরিতে জুরি পুরস্কার জয় করলেন৷ তাও আবার সম্মানজনক রিপোটার্স উইদাআউট বডার্স ক্যাটেগরিতে৷ আবু সুফিয়ানের এই জয়ের খবরে উচ্ছ্বসিত বাংলা ব্লগাররা৷

বব্স প্রতিযোগিতায় মাত্র তিন বছর আগে বাংলা ভাষা যোগ করা হয়৷ প্রথম আসরে বাংলা ভাষার পক্ষে জুরিমন্ডলীর সদস্য ছিলেন সৈয়দা গুলশানা ফেরদৌস জানা৷ কমিউনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগের এই প্রতিষ্ঠাতা জানান, ‘‘আমি ভীষণ আনন্দিত যে বাংলা ব্লগ থেকে একজন এরকম একটি গুরুত্বপূর্ণ ক্যাটেগরিতে জুরি অ্যাওয়ার্ড জয় করেছেন৷ সাধারণভাবেই ব্লগ খুব শক্তিশালী একটি জায়গা৷ আবু সুফিয়ানের এই জয় খুবই আনন্দের, খুবই গৌরবের কথা৷''

বব্স প্রতিযোগিতায় বাংলা ভাষার দ্বিতীয় বছরে জুরি মন্ডলীতে ছিলেন রেজওয়ানুল ইসলাম৷ দীর্ঘদিন ধরে গ্লোবাল ভয়েসেস অনলাইন'এর সঙ্গে সম্পৃক্ত এই ব্লগার মনে করেন সুফিয়ান'এর এই জয় নতুন প্রজন্মের ব্লগারদেরকে উৎসাহিত করবে৷ তিনি বলেন, ‘‘ যে কোনো পুরস্কারই নতুন কারো জন্য উদ্দম বা পাথেয় হতে পারে৷ আমি আশা করব বাংলা ব্লগে যেসব নতুন তরুণ-তরুণীরা আসছেন, তারা এই পুরস্কারকে সামনে রেখে যাতে ভবিষ্যতে তাদের কাজ চালিয়ে যেতে পারেন এবং আরো অনুপ্রেরণা লাভ করেন৷''

Screenshot Blog Protest Ermordung Sagar Sarowar und Meherun Runi
আবু সুফিয়ানের ব্লগ...ছবি: bdnews24.com

চলতি বছর বব্স আসরের জুরি মন্ডলীর সদস্য প্রখ্যাত আলোকচিত্রশিল্পী এবং ব্লগার ড. শহিদুল আলম৷ আবু সুফিয়ান'র এর বাংলা ব্লগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সাংবাদিককে স্বীকৃতি দেওয়া হয়েছে৷ তাঁর কাজকে মূল্যায়ন করা হয়েছে এবং আমি আশা করি এটা হবার কারণে একটা প্রভাব পড়বে৷ যে প্রশ্নগুলো সে তুলছিল, উত্থাপন করছিল যে, প্রশ্নগুলো তাঁর একার নয়, আমাদের অনেকেরই প্রশ্ন, সেগুলোর জবাবদিহিতা কোনো একভাবে সরকারের দিতে হবে৷ এবং ব্লগিং বিষয়টি তুলনামুলকভাবে আমাদের কাছে নতুন, প্রযুক্তিগতভাবে আমরা অন্যদের তুলনায় হয়ত ততটা এগিয়ে নেই কিন্তু বাংলাদেশি ব্লগাররা যে এখন এই ধরনের ভূমিকা রাখছে সেটা লোকে বুঝবে অন্তত৷''

আবু সুফিয়ান একাধিক কমিউনিটি বাংলা ব্লগে লিখেছেন৷ বর্তমানে তিনি সবচেয়ে বেশি সম্পৃক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগে৷ এই ব্লগের সঞ্চালক আইরিন সুলতানা বলেন, ‘‘আমি যেই মুহূর্তে সংবাদটা জানলাম আমার মনে হচ্ছিল আমার খুব কাছের মানুষ, বন্ধু, সহকর্মী বলেন, সহব্লগার বলেন, একজন জিতেছে৷ মানে এটা একেবারে আমারই বোধহয় কোনো একটা অর্জন৷ এভাবেই আমরা একটি প্রাথমিক প্রতিক্রিয়া ছিল৷ তারপরে যখন অন্যান্যটা জানলাম, হ্যা এটা জুরি অ্যাওয়ার্ড ছিল৷ প্রথম একটি বাংলা ব্লগ বা ব্লগার এই সম্মাননায় ভূষিত হলেন, সেটা বাড়তি আনন্দ ছিল, সেটা বাড়তি সম্মান ছিল৷''

Blogger Protest in Dhaka
ঢাকায় প্রতিবাদরত ব্লগার আবু সুফিয়ানছবি: DW

বাংলা ব্লগার আরিফ জেবতিক'এর বাংলা ব্লগ গত বছর বব্স এর বাংলা ভাষা ক্যাটেগরিতে সেরা ব্লগ নির্বাচিত হয়৷ এই ক্যাটেগরিতে একমাত্র ইউজার প্রাইজ জয় করেন তিনি৷ আবু সুফিয়ানকে অভিনন্দন জানাতে গিয়ে আরিফ বলেন, ‘‘আবু সুফিয়ানের এই বিজয়টি আমাদের সবার জন্যেই খুব আনন্দের৷ বাংলাভাষী ব্লগার এবং বাংলা ব্লগারদের জন্য খুবই আনন্দের বিষয় যে আন্তর্জাতিক পর্যায়ে আবু সুফিয়ান বব্স জিতেছে৷ আমরা আশা করি বব্স এবং অন্যান্য ব্লগীয় ফোরামগুলোতে আবু সুফিয়ানের সাফল্যে নতুন ব্লগাররা আরো উৎসাহিত হবেন৷ এবং ব্লগের যে মুল ধারনা, সেই ধারনার ভিত্তিতে কাজ করবেন৷ সাধারণ মানুষের কথা বলবেন৷''

উল্লেখ্য, চলতি বছর দুটি বাংলা ব্লগ ‘ইউজার প্রাইজ'-ও জয় করে৷ এগুলো হচ্ছে সেরা সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন ক্যাটেগরিতে আসিফ মহিউদ্দিন'এর বাংলা ব্লগ এবং সেরা বাংলা ব্লগ ক্যাটেগরিতে সুড়ঙ্গ – নিয়াজের ভুবন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য