1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমরি হাসপাতালে নিহতদের সম্মানে কলকাতায় স্মরণ মিছিল

১২ ডিসেম্বর ২০১১

কলকাতার আমরি হাসপাতালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল কলকাতা৷ কৃতজ্ঞতা জানাল হাসপাতাল সংলগ্ন বস্তির বাসিন্দা সেইসব যুবকদের, যাঁরা নিজেদের জীবন বাজি রেখে উদ্ধারে হাত লাগিয়েছিলেন৷

https://p.dw.com/p/13R8n
আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত হন ৯১ ব্যক্তিছবি: AP

সোমবার যাদবপুর স্টেডিয়ামে কলকাতা পুলিশের এক কুচকাওয়াজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানালেন আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে নিহত ৯১ জনের স্মৃতির উদ্দেশে৷ পরিস্থিতির সাহসী মোকাবিলায়, পুলিশ এবং দমকলের কর্মীদের পাশাপাশি, সরকারের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানালেন আমরি হাসপাতালের লাগোয়া পঞ্চাননতলা বস্তির যুবকদের, যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও বিপন্ন মানুষের উদ্ধারে এগিয়ে এসেছিল৷ এদের মতো মোট ৫৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই সরকারি অনুষ্ঠানে৷

Indien Kalkutta Brand in Pflegeheim
ছবি: AP

এদিন সন্ধ্যায় আরও একটি স্মরণ মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পথ হাঁটলেন মুখ্যমন্ত্রী৷ বিড়লা তারামন্ডল থেকে গান্ধীমূর্তি পর্যন্ত ওই শোকমিছিলে দল-মত নির্বিশেষে নাগরিকরা অংশ নিয়েছিলেন৷ এ ছাড়া গত কাল থেকেই আমরি হাসপাতালের সামনে, শহীদ মিনার চত্বরে মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মানুষ৷

আমরির অগ্নিকাণ্ড প্রশাসনকে সচেতন করলেও কোটি কোটি টাকার ব্যবসা করে চলা বেসরকারি হাসপাতালগুলির যে টনক নড়েনি, তার প্রমাণও এদিন মিলল৷ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে এদিন হঠাৎ পরিদর্শনে যান স্বাস্থ্য দপ্তর, পুরসভা ও দমকলের কর্তারা৷ সেখানে গিয়ে তাঁরা দেখেন, আগুন লাগলে তা নেভানোর জন্য জল মজুত রাখার কোনও ব্যবস্থাই নেই ওই বিখ্যাত হাসপাতালে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক