1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমার সামনেই সেই মাদক বিক্রেতা নারীর মৃত্যু হয়েছে'

৪ জুন ২০২১

মাদক তার জীবনের সব আশার আলোই কেড়ে নিচ্ছিলো৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও উদ্যোক্তা হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত হয়ে ওঠার গল্প শুনিয়েছেন আনুশেহ্ আনাদিল৷

https://p.dw.com/p/3uSCV
ছবি: Privat

ডয়চে ভেলে : আপনি মাদকের অন্ধকার জগতে কীভাবে ঢুকে পড়েছিলেন?

আনুশেহ্ আনাদিল : কোনো না কোনো কারণ তো আছেই৷ কারণ ছাড়া কেউ এই অন্ধকার জগতে ঢোকে না৷ আমি আসলে নিরাপত্তাহীনতার কারণে এই জগতে ঢুকে পড়ি৷ আমি পড়তাম হলি ক্রসে৷ সেখান থেকে আমাকে ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করা হলো৷ আমার বাবা-মা চেয়েছিলেন আমি ক্যানাডায় গিয়ে পড়ালেখা করি৷ তখন আমি ইংরেজির কিছুই জানতাম না৷ আমার বয়স ১২-১৩ বছর হবে৷ তখন আমি হতাশা বা নিরাপত্তাহীণতায় ভুগতে থাকি৷ আমি ক্রিয়েটিভ মানুষ, গান করি৷ আমাদের স্কুলে যে সিস্টেম তা এটাকে নার্সিং করে না৷ তারা পড়ার জন্য চাপ প্রয়োগ করে যেটা স্টুডেন্টরা নিতে পারে না৷ সেই হতাশা থেকেই আমি এর মধ্যে ঢুকে পড়ি৷ আমি তো হেরোইনের নেশা করতাম৷ আমি ১০ বছরের মতো নেশা করেছি৷

তখন আপনাকে নিশ্চয়ই ‘খারাপ' পরিবেশে থাকতে হয়েছে, ‘খারাপ' মানুষের সঙ্গে মিশতে হয়েছে? কীভাবে ওই সময়টা পার করেছেন?

আমি আসলে ওই চোখে দেখি না৷ মানুষ ভাবে যে, যারা নেশা করছে ওরা খারাপ মানুষ৷ আসলে ওরা কিন্তু খারাপ মানুষ না৷ অভাবের কারণে হয়ত তারা এগুলো বিক্রি করছে৷ খারাপ মানুষ হচ্ছে যারা এগুলো আনে৷ আমি মনে করি, আজিজ মোহাম্মদ ভাই, জাবির খান- এরা খারাপ মানুষ৷ এরা তো আমাদের ধরা-ছোঁয়ার বাইরে৷ নেশা করার কারণে কিন্তু আমি সব ধরনের মানুষের সঙ্গে মিশতে শিখেছি৷ আমি যখন নেশা করতাম সেখানে কিন্তু একটা রিক্সাওয়ালাও নেশা করে, বড় লোকের ছেলেও করে, সবাই কিন্তু মিশে যায়৷ অনেকের ধারণা, আমার ছেলে নষ্ট হয়ে গেছে অন্য কারো কারণে৷ আসলে অন্য কেউ আপনাকে নষ্ট করতে পারে না৷ নেশা করাটা যেমন আমার সিদ্ধান্ত, আবার ছাড়াটাও আমার সিদ্ধান্ত৷ বাবা-মা কিন্তু জোর করে আমাকে ছাড়াতে পারতো না৷ যারা নিজেরা ছাড়তে পারে না, ওরা এখনও নেশা করছে৷ 

অর্ধেক মরা হয়ে বেঁচে থাকায় আনন্দ নেই: আনুশেহ

এক ধরনের হতাশা তো আপনার মধ্যে ছিলই, কিন্তু এই পথে যাওয়ার পেছনে কি কোনো বন্ধু বা অন্য কারো ভূমিকা ছিল?

আমার কোনো বন্ধু না, আসলে বিষয়টি পুরোপুরি পারিবারিক৷ যদি কোনো বন্ধু কিছু করেও থাকে, সে তখন আমার মতো ইনোসেন্ট৷ সে-ও তো বাচ্চা৷ তাদের তো দোষ দেওয়া যাবে না৷ আমি বাউল ফকিরদের ফলো করি৷ আমার লাইফস্টাইল ভিন্ন৷ আমি প্রকৃতির সঙ্গে থাকতে পছন্দ করি৷ কংক্রিটের জঙ্গলে আমরা থাকি৷ আমাদের দেশে প্রচুর নামকরা লেখক, গায়ক, তারাও কিন্তু নেশা করে৷ অনেকেই এই জগত থেকে ফিরে এসেছেন৷ আমার সঙ্গে বসে কিন্তু পুলিশরা পর্যন্ত নেশা করেছে৷

আপনার নেশার টাকার উৎস কী ছিল? আর পরিবার বিষয়টি কীভাবে দেখতো?

অনেকদিন পর্যন্ত পরিবার বোঝে নাই৷ বাসা থেকেই টাকা হয়ত এদিক-ওদিক করে নিতাম৷ বন্ধু-বান্ধবের কাছ থেকে ধার করতাম৷ আর নেশা করলে একটুখানি চুরি করার প্রভাবও চলে আসে৷ আমার পরিবার যখন বুঝতে পেরেছে, তখন তারা পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে৷ এরপরও অনেক বছর কাজ করেনি৷ এরপর আস্তে আস্তে বেরিয়ে এসেছি৷ আসলে আমার নানা তখন বেঁচে ছিলেন৷ তিনিই প্রথম বিষয়টি বুঝতে পারেন৷ উনি আমাকে অনুরোধ করেন এই পথ থেকে ফিরে আসতে৷ তখন আমি বিয়েও করে ফেলেছি৷ আরেক বাসায় থাকতাম৷ আসলে যারা বিক্রি করে তাদের ধরা হচ্ছে, কিন্তু যারা আসলে এগুলো নিয়ে এসেছে, তাদের কি ধরা গেছে? জাবির খানকে কি এখনো ধরা গেছে? সে তো বহু মেয়েকে নষ্ট করেছে৷ থাইল্যান্ড থেকে সে-ই প্রথম ইয়াবা নিয়ে আসে৷ সে আসলে একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে৷ 

আপনি যখন ওই জগতে ছিলেন, তখনকার কোনো খারাপ অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে শেয়ার করা যায়?

অবশ্যই৷ আপনি নেশা করবেন আর খারাপ অবস্থায় পড়বেন না, এটা তো হতে পারে না৷ আমার সামনেই নেশা করতে করতে যে নারীর কাছ থেকে আমি কিনতাম, উনি মারা গেছেন৷ আমার কিছু বন্ধু মারা গেছে৷ এক বন্ধু তো পুনর্বাসন কেন্দ্র থেকে ফিরে হুট করেই পড়ে মারা গেল৷ এক বন্ধু তো পঙ্গু হয়ে গেছে৷ আপনাকে তো সবসময় পুলিশকে ডিল করতে হচ্ছে৷ সবসময় লুকাতে হচ্ছে৷ একবার তো আমি যে বস্তিতে মাদক নিতাম, সেখানে পুলিশ রেইড দিলো৷ আমি বস্তির মহিলাদের শাড়ি পরে তাদের মতো করে শুয়ে থেকেছি৷

এই যে আপনার সামনে একজন মারা গেল, তখন আপনার অনুভূতি কী ছিল?

ভয় হতো, আমিও হয়তো ওদের মতো একদিন মারা যাবো৷

আপনি যে ফিরলেন, আপনার অনুপ্রেরণা কী ছিল?

যদি বাঁচি, ভালোভাবে বাঁচা উচিত৷ আর মরে গেলে মরে যাওয়াই উচিত৷ এই ভাবনা থেকেই আমি ফিরে এসেছি৷ অর্ধেক মরা হয়ে বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নেই৷ যে নেশা করে, সে জানে ওটার মধ্যে কত কষ্ট৷ এটা কিন্তু শারীরিক একটা কষ্ট৷ হেরোইন এমন একটা নেশা, একবার নেওয়ার পর আবার না নেওয়া পর্যন্ত আপনার শরীরে যন্ত্রণা হতে থাকে৷ এই কারণে দেখবেন যারা নেশা করে তারা এতটা দুর্বব্যহার করে৷ তখন আমার ওজন হয়ে গিয়েছিল ৯৮ পাউন্ড৷ আমাকে দেখেই যে কেউ বলতে পারতো আমি মারা যাবো৷ বাঁচতে চাওয়ার কারণেই আমার ফিরে আসা৷ আমার নানা ফিরে আসার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছেন৷ আমি তখন গান শুরু করেছি, ব্যবসাও শুরু করেছি৷ আসলে এর মধ্য দিয়ে আমার যাত্রাও শুরু হয়ে গেছে৷ নেশার কারণে আমি অফিস ম্যানেজ করতে পারছিলাম না৷ অফিসের টাকা আমি নষ্ট করে ফেলছিলাম৷ আমার মা আমাকে অনেক বাজে রিহ্যাবে রেখে চলে এসেছেন৷ সেখানে তো আমাকে অ্যাবিউজ করা হয়েছে৷

ফিরে আসার সময় আপনার কষ্টটা কেমন ছিল?

আপনি যদি ১০ বছর ধরে নেশা করেন তাহলে আপনার বাস্তবতা সম্পর্কে ধারণা থাকবে না৷ ওই জগত আর বাস্তব জগত তো পুরোই আলাদা৷ আমার অনেক সময় লেগেছে৷ আমি যখন সর্বশেষ রিহ্যাবে ছিলাম, তখন কিন্তু অনেক কিছুই ভাবতাম৷ আসলে ওটা তো অন্য জগতের ভাবনা৷ পরে যখন ফিরে আসি, তখন আস্তে আস্তে বুঝতে শিখি আমার আসলে কী করতে হবে৷

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য