1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে বনধ

শীর্ষ বন্দ্যোপাধ্যায়১৯ ফেব্রুয়ারি ২০১৩

আবারও বনধের ডাক বামপন্থীদের৷ বুধ এবং বৃহস্পতিবার জোড়া ধর্মঘট ডেকেছে ভারতের সবকটি বামপন্থী ট্রেড ইউনিয়ন৷ তবে পশ্চিমবঙ্গে বনধ না করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

https://p.dw.com/p/17gus
ছবি: Prabhakar Mani Tewari

কর্মনাশা সংস্কৃতিতে বরাবরই বিশেষ উৎসাহ বামপন্থীদের৷ বামেদের ডাকা বনধ, হরতাল আর ধর্মঘট বহু শ্রমদিবস নষ্ট করেছে, বহু লক্ষ কোটি টাকার লোকসান ঘটিয়েছে অতীতে এবং আজও সেই বাম-ট্র্যাডিশন সমানে চলিতেছে৷ বুধ এবং বৃহস্পতিবার জোড়া ধর্মঘট ডেকেছে ভারতের সবকটি বামপন্থী ট্রেড ইউনিয়ন৷ যদিও পশ্চিমবঙ্গের বাম নেতারা, বিশেষত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি ঘোষিতভাবেই বনধ-রাজনীতির বিরোধী, তিনি আপত্তি তুলেছিলেন যে, যেহেতু বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস, দিনটিকে বনধের থেকে ছাড় দেওয়া হোক৷ যাতে পশ্চিমবঙ্গের মানুষ ভাষা-শহীদদের স্মরণে প্রতি বছর এই দিনে যে সব অনুষ্ঠান করেন, তা নির্বিঘ্নে করা যেতে পারে৷ তাতে কিছুটা নমনীয়তা দেখিয়ে সর্বভারতীয় বাম নেতৃত্ব জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি কেবল শিল্প ধর্মঘট হবে এবং পরিবহনকে তার আওতার বাইরে রাখা হবে৷

কিন্তু বামেদের ডাকা এই বনধের বিরোধিতায় কঠোর মনোভাব নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি রাজ্যবাসীকে বলেছেন বনধ ব্যর্থ করতে৷ কোনও ক্ষতি হলে সরকার ক্ষতিপূরণ দেবে৷ তিনি থাকবেন জনগণের পাহারাদার, আশ্বাস মুখ্যমন্ত্রীর৷

এদিকে বাম শ্রমিক সংগঠনগুলির কাছেও যেহেতু এই বনধ প্রায় প্রেস্টিজ ইস্যু এবং যে কোনও উপায়ে তারা বনধ সফল করতে মরিয়া, তাই বুধবার হাঙ্গামার আশঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না৷ তবে সাধারণ মানুষ কী করেন, তার উপরেই নির্ভর করছে বনধের সাফল্য-ব্যর্থতা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য