‘আলাদা হওয়া দোষের কিছু নয়'
১৩ ডিসেম্বর ২০১৭তবে সবাই চুপ থাকেন না৷ যেমন থাকেনি কিটন জোন্স৷ যুক্তরাষ্ট্রের টেনেসি মিডল স্কুলের ছাত্র জোন্স দিনের পর দিন সহপাঠিদের নানা নির্যাতনের মুখোমুখি হয়৷ একসময় এমন অবস্থা দাঁড়ায় যে ১১ বছরের জোন্সের পক্ষে স্কুলের প্রতিটি দিন অসহনীয় হয়ে পড়ে৷
একদিন মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে জোন্স খুলে বলে সব কিছু৷ আর সেই কান্নার দৃশ্য ভিডিও করে পোস্ট করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে৷এর পর থেকে লক্ষ লক্ষ মানুষ এ ভিডিওটি দেখে৷ শেয়ার হয় অসংখ্যবার৷
মন্তব্যকারীদের অনেকেই লেখেন, ঘরে ঠিকমতো শিক্ষা দেয়া না গেলে শিশুরা এ ধরনের নিষ্ঠুরতা শেখে৷ আবার অনেকেই লেখেন, নির্যাতনের কথা তুলে ধরে জোন্স সাহসের পরিচয় দিয়েছে৷ জোন্সের পক্ষ নিয়ে অনেক জনপ্রিয় তারকা টুইটারে মন্তব্য করেছেন, যার মধ্যে ছিলেন রিয়ানা, ক্রিন্স এভান্সের মতো তারকারাও৷ আর এ সব কিছুর মধ্যেই সহপাঠিদের নির্দোষ মজা যে অনেক সময় শিশুমনে গভীর ক্ষত তৈরি করে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷
আরএন/ডিজি