1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আলাদা হওয়া দোষের কিছু নয়'

১৩ ডিসেম্বর ২০১৭

সহশিক্ষার্থীদের হাতে নির্যাতনের শিকার হয়ে অসংখ্য কিশোর, তরুণ ভয়াবহ মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন৷ জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়ে পড়ে বিষাদগ্রস্ত৷

https://p.dw.com/p/2pFl1
Trauriger Junge Symbolbild
ছবি: fotolia/Mikael Damkier

তবে সবাই চুপ থাকেন না৷ যেমন থাকেনি কিটন জোন্স৷ যুক্তরাষ্ট্রের টেনেসি মিডল স্কুলের ছাত্র জোন্স দিনের পর দিন সহপাঠিদের নানা নির্যাতনের মুখোমুখি হয়৷ একসময় এমন অবস্থা দাঁড়ায় যে ১১ বছরের জোন্সের পক্ষে স্কুলের প্রতিটি দিন অসহনীয় হয়ে পড়ে৷

একদিন মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে জোন্স খুলে বলে সব কিছু৷ আর সেই কান্নার দৃশ্য ভিডিও করে পোস্ট করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে৷এর পর থেকে লক্ষ লক্ষ মানুষ এ ভিডিওটি দেখে৷ শেয়ার হয় অসংখ্যবার৷

মন্তব্যকারীদের অনেকেই লেখেন, ঘরে ঠিকমতো শিক্ষা দেয়া না গেলে শিশুরা এ ধরনের নিষ্ঠুরতা শেখে৷ আবার অনেকেই লেখেন, নির্যাতনের কথা তুলে ধরে  জোন্স সাহসের পরিচয় দিয়েছে৷ জোন্সের পক্ষ নিয়ে অনেক জনপ্রিয় তারকা টুইটারে মন্তব্য করেছেন, যার মধ্যে ছিলেন রিয়ানা, ক্রিন্স এভান্সের মতো তারকারাও৷ আর এ সব কিছুর মধ্যেই সহপাঠিদের নির্দোষ মজা যে অনেক সময় শিশুমনে গভীর ক্ষত তৈরি করে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

আরএন/ডিজি