1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রেন্ডস অফ সিরিয়া

৬ জুলাই ২০১২

সিরিয়া সংকট আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য এক বড় হুমকি৷ এমনটাই মনে করে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ ফ্রান্সে অনুষ্ঠিত ‘ফ্রেন্ডস অফ সিরিয়া’ বৈঠকে একথা বলেন ওলঁদ৷

https://p.dw.com/p/15SH4
ছবি: dapd

সিরিয়া সংকট নিরসনে সমাধানের পথ খুঁজতে ফ্রান্সে আয়োজন করা হয় বিশেষ বৈঠকের৷ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করলেও সিরিয়ার মিত্র দেশ চীন এবং রাশিয়া অংশ নেয়নি৷ বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন আনতে রাশিয়ার সমর্থন কামনা করেন৷ তিনি বলেন, ‘‘আমাদেরকে সিরিয়া পরিস্থিতির সমাপ্তি টানতে হবে৷ বাশার-আল আসাদকে বিদায় নিতে হবে৷ সেদেশে একটি অর্ন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে৷ সবার স্বার্থেই এটি প্রয়োজন৷''

বৈঠকে সিরিয়ার উপর আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে৷ একইসঙ্গে সেদেশের বিরোধীদের ব্যাপক সহায়তায় সম্মত হয়েছেন অংশগ্রহণকারী প্রতিনিধিরা৷ বিশেষ করে সিরিয়ার বিরোধী পক্ষ যাতে তাদের মধ্যে এবং বিদেশে আরো সহজে যোগাযোগ করতে পারে, সেজন্য সহায়তা করবে বিভিন্ন দেশ৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বৈঠকে বলেন, ‘‘এখানে প্রতিনিধিত্বকারী প্রতিটি দেশ এবং গোষ্ঠীর প্রতিনিধিরা যা করতে পারেন, তা হচ্ছে রাশিয়া এবং চীনের সঙ্গে আলোচনা করতে পারেন৷ এবং শুধু আহ্বান নয়, তারা যাতে সিরিয়ার শাসকগোষ্ঠীর পক্ষ ত্যাগ করে সেদেশের সাধারণ মানুষের আইনসঙ্গত আকাঙ্ক্ষাকে সমর্থন করে সেই দাবি জানাতে পারেন৷’’

Frankreich Syrien Treffen der Freunde Syriens in Paris Hillary Rodham Clinton und Guido Westerwelle
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: dapd

বলাবাহুল্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার উপর কোন ধরনের কঠোর উদ্যোগ নিতে পারছে না৷ কেননা, রাশিয়া দুইবার এই বিষয়ে ভেটো প্রদান করেছে৷ ভূমধ্যসাগরে সেদেশের একমাত্র নৌ বন্দরটি সিরিয়ায় অবস্থিত৷

এদিকে, সিরিয়ায় সহিংসতা অব্যাহত রয়েছে৷ সেদেশের দারা শহরে শুক্রবারও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে সরকারি সেনারা৷ এতে এক বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে৷ ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, স্বেচ্ছাসেবী চিকিৎসা কর্মীরা দারায় এক রক্তাক্ত ব্যক্তিকে চিকিৎসা প্রদানের চেষ্টা করছেন৷

লন্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্ক'এ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে৷ শহরতলীর একটি এলাকায় অভিযান চালিয়ে সরকারি সেনারা বেশ কয়েকজনকে আটক করেছে৷ সিরিয়ার অন্যান্য শহরেও সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর প্রকাশ করেছে অবজারভেটরি গোষ্ঠী৷

এদিকে, বৃহস্পতিবার সিরিয়ায় সংঘর্ষে প্রাণ হারায় কমপক্ষে ৯৫ ব্যক্তি৷ নিহতদের মধ্যে ৬৮ বেসামরিক নাগরিক, ২৪ সরকারি সেনা এবং তিন বিদ্রোহী সেনা রয়েছে৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর হিসেব অনুযায়ী, সিরিয়ায় গত বছরের মার্চ মাস থেকে চলা সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাড়ে ষোল হাজারের বেশি৷

এআই / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য