1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসামে বন্যা

২৮ সেপ্টেম্বর ২০১২

অর্ধেক রাজ্যই জলের নীচে৷ ১৯ জনের প্রাণহানি হয়েছে, ৩০ লাখ বাসিন্দা হয়েছে ঘরহারা, ফসল হয়েছে নষ্ট৷ কয়েক লাখ বন্যজন্তু ভেসে গেছে৷ জাতীয় ও রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনী চালাচ্ছে ত্রাণ ও উদ্ধারের কাজ৷

https://p.dw.com/p/16GzL
Villagers wade through floodwaters at Nalbari district in the northeastern Indian state of Assam, Friday, Sept. 21, 2012. Heavy rainfall in neighboring Arunachal Pradesh state has led to the downstream flow of rainwater into Assam flooding several parts of the state, according to news reports. (Foto:AP/dapd)
Indien Überschwemmungen Flut Hochwasser Assamছবি: AP

একটানা বৃষ্টিতে আসামের উদ্বেগজনক বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি৷ অরুণাচল প্রদেশের পরিস্থিতিও বিপজ্জনক৷ আসামের ২৬টি জেলার মধ্যে ১৬টি জেলা বন্যার কবলে৷ সরকারি হিসেবে ১৪০০টি গ্রাম জলমগ্ন৷ প্রায় ২০ লাখ বাসিন্দা ঘরছাড়া৷ কয়েক হাজার একর জমির ফসল বরবাদ৷ রাস্তাঘাট, হাইওয়ে, সেতু বানভাসি৷

১০টি জেলায় ১৬৬টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় দুই লক্ষ বন্যার্ত মানুষ৷ জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সেনা ও বিমানবাহিনীর সাহায্যে ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে৷ ত্রাণ সাহায্য প্রসঙ্গে আসামের সাংবাদিক গৌতম চট্টোপাধ্যায় ডয়চে ভেলেকে বললেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ৫০০ কোটি টাকার ত্রাণ সাহায্য এখনও রাজ্য সরকারের হাতে আসেনি৷ কারণ, কেন্দ্রের দেয়া আগেকার ত্রাণ সাহায্যের খরচ সংক্রান্ত সার্টিফিকেট রাজ্য সরকার দাখিল করতে পারেনি৷ বন্যার কারণ অরুণাচল প্রদেশ ও আপার আসামে প্রবল বৃষ্টি হয়৷ সেই জলটা ব্রহ্মপুত্র দিয়ে নামছে, বলেন তিনি৷

A boy sits on a raft made from banana trees outside his flooded house on the outskirts of Guwahati in the northeastern Indian state of Assam September 25, 2012. Floods and landslides caused by relentless rain in northeast India have killed at least 33 people and displaced more than a million over the past week, officials said on Monday. REUTERS/Utpal Baruah (INDIA - Tags: DISASTER ENVIRONMENT)
প্রধানমন্ত্রীর ঘোষিত ৫০০ কোটি টাকার ত্রাণ সাহায্য এখনও রাজ্য সরকারের হাতে আসেনি৷ছবি: Reuters

সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ৷ আসামের মন্ত্রী পৃথ্বি মাঝি এবং কৃষিমন্ত্রী নীলমনি সেন ডেকা আকাশপথে লোয়ার আসাম ও মাজুলি দ্বীপ পরিদর্শন করে বলেছেন, ওপর থেকে মনে হয়েছে পুরো মাজুলি দ্বীপই বানভাসি৷ বাড়ির ছাদ ছাড়া আর কিছু চোখে পড়েনি৷ বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন৷

অন্যদিকে বিখ্যাত কাজিরাঙা, পোবিতোরা অভয়ারণ্য এবং সাইখোয়া জাতীয় উদ্যানের প্রায় অর্ধেক জলমগ্ন৷ বন্যার জলে ভেসে গেছে কয়েক হাজার বন্য প্রাণী৷ অবশিষ্ট বন্যজন্তুর জীবন বিপন্ন চোরা শিকারিদের দৌরাত্মে৷ আসামের সাংবাদিক গৌতম চট্টোপাধ্যায় ডয়চে ভেলেকে জানালেন, বানভাসি অভয়ারণ্য থেকে জীবজন্তু ওপরের দিকে উঠে আসায় চোরাশিকারিরা সেই সুযোগে গত ২৪ ঘণ্টায় চারটি একশৃঙ্গী গন্ডার মেরেছে৷ মৃত অবস্থায় দুটো গন্ডারের খড়গ কেটে নিয়েছে৷ এখনও ব্রহ্মপুত্র, ধানসিঁড়ি ও সুবনসিঁড়ি নদীর জল বিপদ সীমার ওপরে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য