1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংঘর্ষ থামছে না

২৭ আগস্ট ২০১২

আসামে গোষ্ঠী সংঘর্ষ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি৷ রবিবার নিহত হয় পাঁচ ব্যক্তি৷ সোমবার ভোরে আরও এক পরিবার হামলায় মারা যায়৷ ধুবড়ি ও ধেমাজি জেলায় পাওয়া গেছে তিনটি লাশ৷

https://p.dw.com/p/15xLb
ছবি: dapd

আসামে হিংসা থেমেও থামছে না৷ পরিস্থিতি শান্ত হতে না হতেই আবার হিংসা৷ রবি ও সোমবার আরো পাঁচ ব্যক্তি নিহত হয়৷ জখম হয় এক মহিলা ও এক শিশুসহ চারজন৷ এই নিয়ে এযাবৎ আসামে গোষ্ঠী সংঘর্ষে মারা গেল প্রায় ৯০ জনের মত৷ পরিস্থিতি সামলাতে চিরাং-এ ফের অনির্দিষ্টকালের কারফিউ৷ প্রয়োজনে পুলিশকে গুলি চালাবার নির্দেশ৷

আসামে বাংলা ভাষাভাষী মুসলিম সংগঠন ‘নিখিল ভারত সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট'এর প্রধান সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের গ্রেপ্তারের দাবিতে সোমবার গুয়াহাটিসহ আসামের বেশ কিছু এলাকায় ১২ ঘন্টার হরতাল ডাকে হিন্দু সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ৷ হরতালে স্বাভাবিক জনজীবন অচল হয়ে পড়ে৷ পাশাপাশি সংখ্যালঘু সংগঠন বোড়োল্যান্ড আঞ্চলিক পরিষদ ভেঙ্গে দেবার দাবিতে সড়ক অবরোধ করে৷ উত্তেজিত জনতা ঘেরাও করে থানা৷ পুলিশ ১৫জনকে গ্রেপ্তার করে৷

দাঙ্গা পীড়িত লোকজনদের মধ্যে আস্থা ফেরাতে এক সর্বদলীয় প্রতিনিধিদল ধুবড়ি সফর করছেন৷ কথা বলছেন বিভিন্ন সংগঠন ও ত্রাণ শিবিরের লোকজনদের সঙ্গে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে আসামের পাঁচজন মন্ত্রীও উপদ্রুত অঞ্চলে গেছেন পরিস্থিতি পর্যবেক্ষণে৷

Tausende Nordinder fliehen aus dem Süden
বর্তমানে আসামের তিন কোটি জনসংখ্যার মধ্যে ৩১ শতাংশের বেশি বাংলাভাষী মুসলিমছবি: Reuters

আসাম ও মণিপুরের যেসব লোক ব্যাঙ্গালোর থেকে চলে গেছে তাঁদের ফেরাতে কর্ণাটকের দুই মন্ত্রী আসামে রয়েছেন৷ পূর্ণ নিরাপত্তা এবং তাঁদের চাকরিতে পুনর্বহালের আশ্বাস দিয়েছেন৷

বিশেষজ্ঞদের মতে, বোড়োল্যান্ডে জাতি দাঙ্গার মূল কারণ জমির দখল৷ বোড়োদের অভিযোগ, অধিকাংশ মুসলিম বসবাসকারীরা বহিরাগত৷ অবৈধ বাংলাদেশি অভিবাসী৷ মুসলিমদের পাল্টা অভিযোগ, বোড়োরা এখানে সংখ্যাগরিষ্ঠ নয়৷ কাজেই বোড়োল্যান্ড আঞ্চলিক পরিষদ বা বিটিসি ভেঙ্গে দেয়া হোক৷ বোড়োরা অ-বোড়োদের জমি কিনতে দিচ্ছেনা৷ বাংলাভাষী মুসলিমদের নেতৃত্ব দিচ্ছেন প্রভাবশালী সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল৷ উল্লেখ্য,আসাম বিধানসভার ১২৬ জন বিধায়কের মধ্যে ২৮জন মুসলিম এবং তারমধ্যে ১৮জন বাংলাভাষী৷ অসমিয়াভাষী মুসলিমরা কিন্তু এই সংঘর্ষ থেকে দূরে আছে৷

আসামে বাংলাভাষী মুসলিমদের আসা শুরু হয় দেশভাগের আগে, তৎকালীন পূর্ব বাংলা থেকে৷ দেশভাগের পরেও তা বন্ধ হয়নি৷ বর্তমানে আসামের তিন কোটি জনসংখ্যার মধ্যে ৩১ শতাংশের বেশি বাংলাভাষী মুসলিম৷

আসাম চুক্তি অনুযায়ী, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরৎ পাঠানো, অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া এবং নাগরিক বা ভোটার তালিকা সংশোধন করার কথা বলা হয়েছে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার মনে করে, অবৈধ বাংলাদেশি অভিবাসী বলে যাঁদের বলা হচ্ছে, বাংলাদেশ তাদের স্বীকার করেনা৷ তাই তাঁদের ফেরৎ পাঠানো মুশকিল৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য