1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আহমদিয়াদের ওপর হামলা, লুটপাট ও হত্যা মামলায় ৭ হাজার আসামি

৬ মার্চ ২০২৩

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ-লুটপাট, হত্যা এবং গুজব ছড়িয়ে আইন-শঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ঘটনায় পুলিশ এরই মধ্যে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে৷

https://p.dw.com/p/4OI7C
ছবি: Amanur Rahmam/DW

এসব অভিযোগে ইতিমধ্যে তিনটি মামলা করা হয়েছে৷ মামলায় সাড়ে ছয় থেকে সাত হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন৷  

রাতে তিনি বলেন, এর মধ্যে আহমদিয়া সম্প্রদায়ের জাহিদ হাসান হত্যা মামলার বাদী হয়েছেন ওসমান গনী৷ বাকি দুটি মামলার বাদী পুলিশ৷ 

শুক্র থেকে রোববার তিন দিনব্যাপী আহমদিয়া সম্প্রদায়সালানা জলসার আয়োজন করে৷ এই জলসা বন্ধ ও আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবিতে বৃহস্পতিবার থেকে পঞ্চগড় শহরে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা ৷ 

এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর শহরে বড় মিছিল হয়৷ এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে৷ ট্রাফিক পুলিশের স্টেশন, পঞ্চগড় বাজার মার্কেটে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের দোকানপাট ভাঙচুর এবং বিকালে আহমদিয়াদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে৷ 

এ সময় শহরের মসজিদ পাড়া মহল্লার ফরমান আলীর ছেলে আরিফুর রহমান এবং আহমদিয়া সম্প্রদায়ের জাহিদ হাসান নিহত হন বলে পুলিশ জানায় ৷ 

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে দুজনকে আহমদিয়ারা গলা কেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা এমন গুজব ছড়ায়৷দুষ্কৃতকারীরা বিভিন্ন স্থানে গিয়ে নিজেরা লাশ দেখে এসেছেন জানিয়ে লোকজনকে উত্তেজিত করে তোলে৷ এ নিয়ে ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিক্ষুদ্ধ জনতা৷ এ সময় দুটি দোকান ভাঙচুর করে মালামাল লুটপাট এবং একটি মাইক্রোবাসে আগুন দেওয়া হয়৷     

এ ঘটনায় গ্রেপ্তার পঞ্চগড় শহরের রাজনগর মহল্লার নুর আজাদের ছেলে ইসমাইল হোসেন ঝানু (২৫) এবং তুলারডাঙ্গা মহল্লার মো. আফছারের ছেলে মো. রাসেলকে (২৮) সরাসরি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানিয়ে আরও বলেন, এ ছাড়া গুজব ছড়ানোর মামলায় শহরের রাজনগর মহল্লার সোলায়মান আলীর ছেলে পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফজলে রাব্বী (৩০) এবং তেঁতুলিয়ার সাতমোড়া এলাকার নজরুল ইসলামের ছেলে রাব্বী ইমনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে৷ 

এদিকে এ ঘটনায় আরও মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা৷ 

রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত তিনটি মামলা

হয়েছে৷ এতে মোট ২৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷  আরও মামলার প্রস্তুতি চলছে৷ যেহেতু অনেকগুলো ঘটনাস্থল, তাই যাচাই-বাছাই করে দেখা হচ্ছে৷” 

"গুজব ছাড়ানো মামলা যুবদল নেতা ফজলে রাব্বি এবং আরেকজনকে প্রযুক্তির সহায়তায় তেঁতুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে৷  পুলিশ এ ঘটনায় জড়িত নূর ইসলাম নামে আরেকজনকে খুঁজছে৷ তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷ ফজলে রাব্বি এবং নূর ইসলাম মোটরসাইকেলে করে দুজনকে গলা কেটে হত্যা করেছে-এমন গুজব ছড়িয়েছেন৷ ” 

"হত্যা মামলায় যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন৷”

জেলা পুলিশের প্রধান আরও বলেন, শহরে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের টহল রয়েছে৷ গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে৷ পুলিশ এ ঘটনায় কাউকে ছাড় দেবে না৷”      

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য