আড়ত থেকে ফেলা হল ১৫ টন পচা পেঁয়াজ
১৬ নভেম্বর ২০১৯দেশের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ১৫ টন পচা পেঁয়াজ ফেলে দিয়েছেন আড়তদাররা৷ মসলা মার্কেট হিসেবে খ্যাত হামিদুল্লাহ মার্কেট, চাঁন মিয়া বাজার এবং মধ্যম চাক্তাই এলাকায় এসব পচা পেঁয়াজ ফেলে যান তারা৷ বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনা৷
পরে ময়লার গাড়িতে করে এসব পেঁয়াজ নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকার আবর্জনার ভাগাড়ে নিয়ে ফেলে চট্টগ্রাম সিটি করপোরেশন৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক আহমদ ছফা বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে হামিদুল্লাহ মার্কেটের ভিতরে ও বাইরে এবং চাঁন মিয়া বাজার ও মধ্যম চাক্তাই এলাকায় এসব পচা পেঁয়াজ ফেলা হয়৷
‘‘ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে খবর পেয়ে চারটা গাড়িতে করে সেগুলো আরেফিন নগর নিয়ে ফেলে আসি৷ পচা পেঁয়াজ প্রায় ১৫-১৬টন হবে৷’’
হামিদুল্লাহ মার্কেট কাঁচামাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এসব খারাপ পেঁয়াজ মিয়ানমার থেকে আসছে৷ সেখান থেকে আনার সময় বোটের (নৌকা) নিচে পড়ে যেগুলো, সেগুলো পচে যায়৷''
তিনি বলেন, ‘‘এরকম দুই থেকে তিন ট্রাক হবে৷ যেগুলো বিক্রি হয়নি, সেগুলো ফেলে দেওয়া হয় রাতে৷ এরপর আর ফেলা হয়নি৷''
খাতুনগঞ্জে বর্তমানে মিয়ানমার থেকে আনা পেঁয়াজই বিক্রি করা হচ্ছে বলে জানান ইদ্রিচ৷ সেখানে শনিবার পাইকারি পর্যায়েই কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০ টাকায়৷
এফএস/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)