1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-তে বড়দিনের আগেই টিকাকরণ

১৭ ডিসেম্বর ২০২০

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে একই দিনে টিকা দেওয়া শুরু করতে চান ইইউ প্রধান।

https://p.dw.com/p/3mq6G
উরসুলা ফন ডেয়ার লাইয়েন
ছবি: Francisco Seco/AP Photo/picture alliance

সম্ভব হলে ক্রিসমাসের আগেই ইউরোপে টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে আশ্বাস দিলেন ইইউ প্রধান উরসুলা ফন ডেয়ার লইয়েন। শুধু তাই নয়, তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে এক দিনে টিকাকরণ শুরু হবে। যদিও আগেই জার্মানি এবং ফ্রান্স ভ্যাকসিন দেওয়ার সময় জানিয়ে দিয়েছিল।

বায়োএনটেক ফাইজারের তৈরি ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়নের চিকিৎসা সংক্রান্ত সংস্থা ভ্যাকসিনটিকে এখনো ছাড়পত্র দেয়নি। তবে কয়েকদিনের মধ্যেই তারা ছাড়পত্র দেবে বলে মনে করা হচ্ছে। ছাড়পত্র পেলেই ইউরোপ জুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। উরসুলা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে একসঙ্গে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। তাঁর বিশ্বাস, বড়দিনের আগেই টিকাকরণ শুরু করা সম্ভব হবে।

উরসুলা বলেছেন, অপেক্ষাকৃত গরিব দেশগুলিতে যাতে টিকা পৌঁছয়, সে দিকে নজর রাখবে ইইউ। তবে আপাতত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে যাতে ঠিক মতো ভ্যাকসিনেশন হয় সে দিকেই নজর রাখা হবে।

এ দিকে বুধবারই জার্মানির স্বাস্থ্য মন্ত্রী প্রতিটি প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ফাইজারের ভ্যাকসিন ছাড়পত্র পেলেই কী ভাবে তা দেওয়া শুরু হবে তা নিয়ে আলোচনা হয়। জার্মান মন্ত্রী জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরু হবে। বয়স্ক মানুষদের সবার প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে। তার পর সুযোগ পাবেন স্বাস্থ্যকর্মীরা। ফরাসি প্রধানমন্ত্রীও জানিয়েছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ফ্রান্সে টিকা দেওয়া শুরু হবে।

উরসুলা অবশ্য চাইছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে একই দিনে ভ্যাকসিন দেওয়া শুরু হোক। সম্ভব হলে তা বড়দিনের আগেই।

এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)