1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কষ্টে আছে পাঁচ লাখ শিশু

লিউয়িস স্যান্ডার্স/এসি২১ ফেব্রুয়ারি ২০১৬

ইউক্রেনের যুদ্ধে অন্তত দু'লাখ পনেরো হাজার শিশু স্বদেশেই বাস্তুহারা হয়েছে; যুদ্ধের বিভীষিকায় মানসিকভাবে পীড়িত আরো অনেক শিশু৷ ইউনিসেফ এদের সাহায্য করার জন্য ‘‘অবাধ প্রবেশাধিকার'' চায়৷

https://p.dw.com/p/1Hycf
Ukraine Flüchtlinge aus der Ost-Ukraine
ছবি: picture-alliance/dpa/R. Pilipey

‘‘সরকারের নিয়ন্ত্রিত নয় এবং রণাঙ্গণের নিকটবর্তী এলাকা সমূহের ৫,৮০,০০০ শিশু ইউক্রেন সংঘাতের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে'', ইউনিসেফ তার বিবরণে বলেছে৷

ইউক্রেনের ক্রেমলিন-সমর্থিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ-এর বিরুদ্ধে ২০১৪ সালের গণতন্ত্র আন্দোলনের পর পূর্ব ইউক্রেনে যে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু হয়, তার ফলশ্রুতি স্বরূপ প্রায় ২,১৫,০০০ শিশু গৃহহারা হয়েছে, বলে জানিয়েছে ইউনিসেফ৷

‘‘দু'বছর ধরে সহিংসতা, গোলাবর্ষণ আর আতঙ্ক পূর্ব ইউক্রেনের হাজার হাজার শিশুর মনে অনপনেয় ছাপ রেখে গেছে'', বলেছেন ইউক্রেনে ইউনিসেফ-এর প্রতিনিধি জোভান্না বারবেরিস৷ ‘‘যত এই সংঘাত চলবে, ততই আমাদের এই সব শিশুদের কাছে পৌঁছানো জরুরি হয়ে পড়বে, যাতে আমরা তাদের শারীরিক ও মানসিক সুবিধা-অসুবিধার দেখাশোনা করতে পারি'', বলেন তিনি৷

ইউনিসেফ-এর রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালে পূর্ব ইউক্রেনের সংঘাতে অন্তত ২০ জন শিশু নিহত ও আরো ৪০ জন শিশু নিহত হয়েছে৷ এছাড়া মাইন ও অবিস্ফোরিত গোলাগুলি ফেটে ২৮ জন শিশু নিহত হয়েছে৷ ‘‘ইউনিসেফ ইউক্রেন সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি পীড়িত শিশুদের সাহায্যের জন্য নিরাপদ গতিবিধি ও মানবিক ত্রাণ পৌঁছনোর অবাধ প্রবেশাধিকার দানের আহ্বান জানাচ্ছে'', বলেছেন বারবেরিস৷

গত জানুয়ারি মাসে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার বলেন যে, ওএসসিই অর্থাৎ ইউরোপীয় ও নিরাপত্তা সংগঠনের সভাপতিত্ব করার সময় জার্মানি ইউক্রেন সংঘাতকে অগ্রাধিকার দেবে৷ ‘‘আমাদের আলাপ-আলোচনা নিয়ে আলাপ-আলোচনা করার কোনো দরকার নেই, বরং (আমাদের চাই) এমন একটা সংলাপ,যা ওএসসিই সংক্রান্ত কেন্দ্রীয় দায়িত্বগুলোকে ধামাচাপা দেবে না – যেমন জবরদখলের মতো অপরাধ'', স্টাইনমায়ার বলেন, রাশিয়া যে ক্রাইমিয়া জবরদখল করেছে, তার প্রতি ইঙ্গিত হিসেবে৷

ইউক্রেন সংঘাতে এ পর্যন্ত প্রায় ন'হাজার মানুষ প্রাণ হারিয়েছেন৷ রাশিয়া পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের সাহায্য করছে, বলে অভিযোগ আছে, যদিও মস্কো সে অভিযোগ অস্বীকার করে৷

এই শিশুদের কি কোনোভাবে বাঁচানো যায় না? কিন্তু কিভাবে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান