ইউক্রেনকে এখনো অস্ত্র দিতে নারাজ ইসরায়েল
২০ অক্টোবর ২০২২ইউক্রেনের দুর্দিনে পশ্চিমা বিশ্ব নিজস্ব স্বার্থ সামলে যতটা সম্ভব সামরিক সহায়তা দিয়ে চলেছে৷ রাশিয়ার হানাদার বাহিনীর মোকাবিলায় ইউক্রেনের সৈন্যরা সেই অস্ত্র ও সামরিক সরঞ্জাম যথেষ্ট কার্যকরভাবে প্রয়োগ করছে৷ কিন্তু সম্প্রতি গোটা দেশ জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধাক্কা সামলাতে হিমসিম খাচ্ছে ইউক্রেন৷ তাই আপাতত শহরগুলির আকাশে মজবুত প্রতিরোধ ব্যবস্থার উপর জোর দিচ্ছে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরকার৷ জার্মানির মতো কিছু দেশ সেই ডাকে সাড়া দিলেও ইসরায়েল তার বিখ্যাত ‘আয়রন ডোম' প্রতিরোধ ব্যবস্থা হস্তান্তর করতে অস্বীকার করছে৷ এমন প্রণালী সত্যি ইউক্রেনে কতটা কার্যকর হবে, সে বিষয়ে অবশ্য কিছু সংশয় রয়েছে৷
ইউক্রেনের ইহুদি প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করা ইসরায়েলের জন্য চরম অস্বস্তির কারণ, সে বিষয়ে সন্দেহ নেই৷ কিন্তু অন্যদিকে জাতীয় স্বার্থে এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতিও সে দেশের পক্ষে মেনে নেওয়া কঠিন৷ বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি সামলাতে মস্কোর সঙ্গে সহায়তার উপর ইসরায়েল অত্যন্ত নির্ভরশীল৷ রাশিয়ার বিশাল ইহুদি সম্প্রদায়ের স্বার্থ রক্ষাও সে দেশের জন্য জরুরি৷ ফলে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার নিন্দা করলেও এখনো পর্যন্ত সে দেশকে মানবিক সাহায্য ছাড়া অন্য কোনো সহায়তা দেয় নি ইসরায়েলের সরকার৷
ইউক্রেনকে সরাসরি অস্ত্র ও ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন প্রতিরোধ প্রণালী সরবরাহ না করলেও ইসরায়েল এমন হামলা সম্পর্কে নিরীহ মানুষকে আগাম সতর্ক করতে সহায়তার প্রস্তাব দিয়েছে৷ প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎস ইইউ রাষ্ট্রদূতদের বলেন, ড্রোন হামলা সংক্রান্ত বিস্তারিত তথ্যের ভিত্তিতে ইসরায়েল ‘এয়ার ডিফেন্স অ্যালার্ট' ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করতে পারে৷ ইসরায়েলে ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভগেন কর্নিচুক অবশ্য এমন প্রণালী তাঁর দেশের জন্য আর প্রাসঙ্গিক নয়৷ প্রতিরক্ষামন্ত্রী গানৎস এখনো সামরিক সহায়তা দিতে অস্বীকার করে চলেছেন৷ জেলেনস্কি একাধিকবার এমন মনোভাবের জন্য ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন৷ আক্রমণাত্মক অস্ত্র না পেলেও কমপক্ষে প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের প্রত্যাশা করছেন তিনি৷ বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা টেলিফোনে কথা বলবেন৷
রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও রাশিয়া ও ইরানের মধ্যে বেড়ে চলা ঘনিষ্ঠতা ইসরায়েলের অস্বস্তির কারণ হয়ে উঠছে৷ অথচ সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর স্থাপনার উপর ইসরায়েল বিমান হামলার ক্ষেত্রে রাশিয়ার সহায়তার উপর নির্ভরশীল সে দেশ৷ রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সোমবার বলেন, ইসরায়েল সম্ভবত কিয়েভ সরকারকে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে৷ এমন ‘বেপরোয়া' পদক্ষেপ নিলে সব দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলে তিনি সতর্ক করে দেন৷
এসবি/কেএম (রয়টার্স, এএফপি)