ইউক্রেনের বাংলাদেশিরা ভিসা ছাড়াই পোল্যান্ডে যেতে পারবেন
২৫ ফেব্রুয়ারি ২০২২ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বৃহস্পতিবার গভীর রাতে পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে৷ এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন৷’’
যাদের পাসপোর্ট নেই, তারাও ট্র্যাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন, প্রত্যেক বাংলাদেশিকে দুই কপি পাসপোর্ট সাইজে রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করেছে দূতাবাস৷
ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের একটি দল শুক্রবার সকালে পোল্যান্ড- ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা করবেন৷’’
দূতাবাস বলছে, ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ ঘটছে, পেট্রলের অপ্রতুলতা রয়েছে এবং পথে অতিরিক্ত যানজটের খবর আসছে৷ কাজেই পোল্যান্ড সীমান্ত থেকে দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের রওনা হওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়া প্রয়োজন৷ যাদের সঙ্গে বৈধ কাগজপত্র নেই, তাদেরও পোল্যান্ডে পৌঁছাতে প্রয়োজনীয় সহায়তা দিতে ওয়ারশর বাংলাদেশ মিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন৷
বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের উপর স্থলপথে ও আকাশ পথে হামলা শুরু করেছে৷ রাজধানী কিয়েভেও গোলাবর্ষণ হচ্ছে৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের বিভিন্ন শহরে অবস্থানরত বাংলাদেশিরা আটকে পড়েছেন এবং তারা উদ্ধারের আকুতিও জানাচ্ছেন৷ এদের বেশিরভাগই শিক্ষার্থী৷
ইউক্রেনের কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের দূরত্ব প্রায় পাঁচশ কিলোমিটারের৷ সেখানে বিমান চলাচল এখন বন্ধ৷ স্থলপথে যানবাহন চলাচলও স্বাভাবিক নয়৷ এমন পরিস্থিতিতে পোল্যান্ড যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা জানিয়েছেন৷ অনেক বাংলাদেশি শিক্ষার্থীর হাতে পোল্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য যথেষ্ট টাকাও নেই৷ বাংলাদেশ থেকে সেখানে টাকা পাঠানো জটিল বলে তাদের সঙ্কট আরও বেশি৷
ইউক্রেনের থেকে পোল্যান্ডের বিপরীত দিকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে মারিওপোলে কিছু বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে৷ বৃহস্পতিবার রুশ বাহিনী সেখানে হামলা করেছে৷ ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশের দূতাবাস থেকে তাদের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে৷
ইউক্রেনে মোট কতজন বাংলাদেশি আছেন, সরকারের খাতায় তার সুনির্দিষ্ট কোনো হিসাব নেই৷ তবে এক থেকে দেড় হাজার হতে পারে বলে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনের ধারণা৷
ইউক্রেন থেকে ইতোমধ্যে অনেকে পোল্যান্ডে চলে এসেছেন জানিয়ে তিনি বিডিনিউজকে বৃহস্পতিবার বলেন, ‘‘যে যেদিকে পারছে বর্ডারের দিকে চলে যাচ্ছে৷ আজ (বৃহস্পতিবার) রাত পর্যন্ত বাংলাদেশির সংখ্যা ৬০০ পেরিয়ে গেছে৷ তিনটি গ্রুপ করা হয়েছে৷ অন্য বাংলাদেশিদের খোঁজ পেতে আইওএম এবং রেডক্রসের সাথে যোগাযোগ করছি আমরা৷’’
যারা পোল্যান্ডে পৌঁছাচ্ছেন, তাদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেন লায়লা হোসেন৷
‘‘দূতাবাসের সাথে যোগাযোগ করবেন অথবা কাছাকাছি যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, তাদের সাথে যোগাযোগ করবেন৷’’
জরুরি যোগাযোগের নম্বর
প্রবাসী বাংলাদেশিদের তথ্য ও জরুরি যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর দিয়েছে দূতাবাস৷
দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘প্রবল ব্যস্ততার কারণে’ রাষ্ট্রদূত এবং দূতাবাসের কাউন্সেলর অনেক ফোন ধরতে পারছেন না৷ বিকল্প নম্বরগুলোতে ফোন করে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা সহযোগিতা পাবেন৷
মো. মাসুদুর রহমান: +48 739 527 722
মো. মাহবুবুর রহমান: +48 579 262 403
ফারহানা ইয়াসমিন: +48 690 282 561
বিলাল হোসেন: +48 739 634 125
মোহাম্মদ রব্বানী: +48 696 745 903
জরুরি নম্বরগুলো ছাড়াও প্রয়োজনে ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের ওয়ারশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগীর নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)